কলকাতা: তিনি যে দুর্দান্ত নাচ করতে পারেন, তা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র পরে নতুন করে যেন আবিস্কার করেছেন সবাই। আর এবার, 'চালচিত্র' ছবিতে যেন তাঁর নাচের নতুন সমীকরণ। শান্তনু মাহেশ্বরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচ করলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। মুক্তি পেল 'চালচিত্র' ছবির নতুন গান, 'জানি না মানে'। এই গানটি গেয়েছেন উষা উত্থুপ (Usha Uthup)। আর পর্দায় এই গানে জমিয়ে নাচ করেছেন টোটা আর শান্তনু।
দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এই গানটি। টোটা এবং শান্তনু ছাড়াও, 'চালচিত্র' ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বসু। এই ছবির গানই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পরেই, অনুরাগীরা মজেছেন টোটার নাচে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে কত্থক আর এবার, 'চালচিত্র' ছবিতে একেবারেই আধুনিক নাচ, শান্তনুকে কড়া টক্কর দিচ্ছেন টোটা।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে অনেকেই টোটার উদ্দেশে বলেছেন, 'টলিউড আপনাকে ব্যবহার করতে পারেনি।' অনেকেই আবার প্রশংসা করেছেন টোটার নাচের। শান্তনু মাহেশ্বরীর পরিচিতি নাচ থেকেই। এরপরে তিনি অভিনয়ে পা রাখেন। শান্তনু মাহেশ্বরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচ করেছেন টোটা। ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান বলছেন, 'টোটা আর আমি একই কলেজে পড়াশোনা করেছি। কলেজ জীবনে টোটা ব্রেক ডান্সের জন্য জনপ্রিয় ছিল। আর শান্তনু মাহেশ্বরীকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। দর্শকেরাই জানাবেন এই গান তাঁদের কেমন লাগল।'
বাংলা সিনেমার গান নিয়ে প্রতিম ডি. গুপ্ত বলছেন, 'এই সময়ে দাঁড়িয়ে বাংলা ছবির গান হয় পুরনো গানের নকল, না হল দক্ষিণী ছবির অন্ধ প্রভাব। আমাদের ছবির গান 'জানি যা মানে' একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। ঊষা উথুপ , আমাদের সবার প্রিয় ঊষাদির গান আর শান্তনু টোটা নাচ, আমার আশা দর্শকদের খুবই পছন্দ হবে।
আরও পড়ুন: Vikram-Sohini: প্রসেনজিৎ নয়, এবার 'অমরসঙ্গী' বিক্রম-সোহিনী! টলিপাড়ায় নতুন গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Vikram-Sohini: প্রসেনজিৎ নয়, এবার 'অমরসঙ্গী' বিক্রম-সোহিনী! টলিপাড়ায় নতুন গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।