কলকাতা: গাঁধী জয়ন্তীতে (Gandhi Jayanti) প্রকাশ্যে এল ছবির টিজার। আর আজ এয়ার ফোর্স (Air Force) দিবসে প্রকাশ্য়ে এল 'তেজস'(Tejas)-এর ট্রেলার। কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। 'তেজস' ছবির ট্রেলার প্রকাশের পরও তার অন্যথা হল না। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত বায়ুসেনার পাইলট হিসেবে দুধর্ষ যোদ্ধা হিসেবে সমস্ত লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাউত। স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্য়ার্থীও।
কী উঠে আসতে চলেছে 'তেজস' ছবিতে?
ট্রেলারে দেখা যাচ্ছে যে, পাকিস্তানে একজন ভারতীয় গুপ্তচর ধরা পড়েছে এবং কঙ্গনা তাঁকে উদ্ধার অভিযানে যেতে উদ্য়ত। একের পর এক বাধার সম্মুখীন হওয়ার পরও তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে এটি দেশের সঙ্গে সম্পর্কিত। ট্রেলারের একটি জায়গায় তিনি বলেন, “প্রতিবারই সংলাপ সমাধান হতে পারে না। কখনও কখনও, আপনাকে যুদ্ধক্ষেত্রে আপনার শত্রুর সঙ্গে লড়াই করতে হবে।” গোটা ট্রেলার জুড়ে রয়েছে টানটান উত্তেজনা। এই ছবিতে অন্য়তম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ মিত্রও।
আরও পড়ুন...
ভিক্টর-অনুসূয়ার নস্ট্যালজিয়া, নন্দী সিস্টার্সের গলায় মুক্তি পেল অনিন্দ্যর পুজোর গান
'তেজস' ছবিতে বায়ু সেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। অনুরাগীদের দাবি, বহু প্রতীক্ষার পর এই ছবিই ভাগ্য ফেরাতে অভিনেত্রীর কেরিয়ারের। দেশপ্রেমে ভরপুর এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।
এদিনে ট্রেলার শেয়ার করে বলিউডের কুইন লেখেন, 'এবার আকাশ থেকে শত্রুর ওপর হামলা হবে, এবার যুদ্ধ শুরুর ঘোষণা হবে, ভারতে কেউ সমস্য়া তৈরি করতে চাইলে ভারতও ছেড়ে কথা বলবে না।' ছবির ট্রেলার ইতিমধ্য়েই পছন্দ করেছে আপামর সিনেপ্রেমীরা।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর, ২০২৩-এ। এই ছবি তেজস গিল, একজন বায়ুসেনা পাইলটের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই ছবির লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করা এবং গভীর গর্বের অনুভূতি জাগিয়ে তোলার। ছবিতে দেখানো হয়েছে কীভাবে আমাদের বায়ুসেনা বাহিনীর পাইলটরা আমাদের দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করে। এখন সকলেই অপেক্ষায় ছবি মুক্তির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial