কলকাতা: 'জুগনু' চ্যালেঞ্জে (Jugnu Challenge) পা মেলালেন টেলি অভিনেত্রী তৃণা সাহা ভট্টাচার্য (Trina Saha Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন অভিনেত্রী। নীল আকাশ, সোনা রোদ, রংবেরঙের ফুলের মাঝে 'জুগনু' নাচে মাতলেন তৃণা। পারফর্ম্যান্সের মাঝে যোগ দিলেন অপর টেলি অভিনেত্রী সোনল মিশ্র। তাঁরা দুই জনে একসঙ্গে 'খড়কুটো' ধারাবাহিকে অভিনয় করেন।


ভিডিওটি পুরনো। তা ক্যাপশনেই স্পষ্ট। তিনি লেখেন, 'থ্রোব্যাক ভিডিওর জন্য কি অনেক দেরি হয়ে গেল?' এমনিতে শ্যুটিংয়ের সেট থেকে প্রায়ই একাধিক 'ইনস্টা রিল' পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে থাকেন তাঁর সহ অভিনেতা ও অভিনেত্রীরা।


 






কিছুদিন আগেই পুরসভার ভোট হয়ে গেল। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী লিপিকা মান্নার সমর্থনে বর্ণাঢ্য প্রচারে বের হন ছোট পর্দার জনপ্রিয় তারকা তৃণা সাহা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। একইসঙ্গে ছিলেন এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর এবং ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষও। ঢাক, মাদল নিয়ে বর্ণময় শোভাযাত্রা বের হয় কসবা এলাকায়।


আরও পড়ুন:Paayel Sarkar New Film: প্রকাশ্যে 'কুলপি' ছবির প্রথম লুক, অন্য ধারার প্রেমের গল্প নিয়ে আসছেন পায়েল