নয়াদিল্লি: ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেল লভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত এবং রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Sharddha Kapoor) অভিনীত 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkar)। প্রথম দিনে কেমন ব্যবসা করল এই ছবি? জানালেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)।
কেমন হল প্রথম দিনের ব্যবসা?
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর ও শ্রদ্ধা। ফিল্ম সমালোচক এই ছবির রিভিউতে বলেছিলেন এককথায় 'বিজয়ী'। মুক্তির পর প্রথম দিন দুপুর তিনটে পর্যন্ত ব্যবসার হিসেবও দিলেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ আদর্শ জানান, এই ছবি দেশজুড়ে 'পিভিআর'-এ ব্যবসা করেছে ১.৮২ কোটি টাকার, 'আইনক্স'-এ ব্যবসা করেছে ১.২০ কোটি টাকার। অন্যদিকে 'সিনেপলিস'-এ এই ছবি আয় করেছে ৭৬ লক্ষ টাকার। অর্থাৎ এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩.৭৮ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তে এই ছবি মোট ব্যবসার নিরিখে কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার।
লভ রঞ্জনের এই ছবি রোম্যান্স ও সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখিয়েছে বলে দাবি একাধিক রিভিউয়ে। তাঁর আগের 'পেয়ার কা পঞ্চনামা', 'পেয়ার কা পঞ্চনামা ২', 'সোনু কে টিটু কি স্যুইটি'র পর 'তু ঝুঠি ম্যায় মক্কার'ও একই ধারা বজায় রেখেছে বলেই দাবি সিনে মহলের।
ছবির প্রত্যেকটি গান আগেই মন কেড়েছে শ্রোতাদের। প্রসঙ্গত, এই ছবির প্রচারে শহরে এসেছিলেন রণবীর কপূর।
আরও পড়ুন: 'Pushpa 2': অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় এবার সাই পল্লবী? 'পুষ্পা ২' ছবিতে নতুন চরিত্রের সংযোজন?
অন্যদিকে, এক সংবাদ সংস্থা সূত্রে খবর মেলে, রণবীর কপূর বলেছেন, 'আমার চিরকালই ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লেখক নই। আমার একটা ধারণা রয়েছে তবে আমি এখনও সেটা নিয়ে বিশেষ এগোতে পারিনি। অন্যদিকে ভারত প্রচণ্ড পরিবার কেন্দ্রিক। ফলে যখনই আমরা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি কমেডি ঘরানার ছবি তৈরি করি - কত ধরণের দর্শক হলে আসেন দেখুন।' এরইসঙ্গে তিনি কথা বলেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিট 'ব্রহ্মাস্ত্র'-এর আগামী পর্বগুলো নিয়েও। তাঁর কথায় জানা যায় 'ব্রহ্মাস্ত্র ২' ও 'ব্রহ্মাস্ত্র ৩'-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এই বছরের শেষের দিকে বা পরের বছর শুরুর দিকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। এছাড়া তিনি এও জানান যে 'অ্যানিমল' মুক্তির পর মাস পাঁচেকের বিরতি নেবেন অভিনেতা। এই সময়টা পুরোই মেয়ে রাহার সঙ্গে কাটাতে চান তিনি। প্রসঙ্গত, আলিয়া ভট্ট ও রণবীর কপূর তাঁদের কন্যা সন্তানের জন্ম দেন ৬ নভেম্বর, ২০২২ সালে।