মুম্বই: 'আলি বাবা- দস্তান এ কাবুল' ধারাবাহিকের অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ রহস্য ঘনাচ্ছে। ধারাবাহিকের সেটেরই মেকআপ রুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন অভিনেত্রী। যদিও তুনিশার মামার দাবি, খুন করা হয়েছে অভিনেত্রীকে। আর এবার তুনিশা শর্মার মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর মোড় (Tunisha Sharma Death Case)। ঘটনাস্থল থেকে উদ্ধার হল একটি চিঠি। যাতে নাম লেখা রয়েছে শিজান খানের।


তুনিশা শর্মার মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর মোড়-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ 'আলি বাবা দাস্তান এ কাবুল' ধারাবাহিকের সেটে তল্লাসী চালায় পুলিশ। দুপুর দুটো নাগাদ সেখান থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটননাস্থলে অভিযুক্ত শিজান খানকে নিয়ে যান তদন্তকারীরা। তাঁকে নিয়েও চলে তল্লাসী। আর সেখান থেকেই একটি চিঠি পাওয়া গিয়েছে। যাতে নাম লেখা রয়েছে শিজানের। চিঠির একদিকে লেখা রয়েছে অভিযুক্তর নাম। অন্যদিকে লেখা রয়েছে, 'ও (শিজান) আমাকে সহ-অভিনেতা হিসেবে পেয়ে আশীর্বাদ ধন্য।' 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Besharam Rang Row: 'বেশরম রং' বিতর্কের জের, 'পাঠান' নির্মাতাদের বড় নির্দেশ সেন্সর বোর্ডের


সূত্রের খবর, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত হয়েছে অভিযুক্ত শিজান খানের। তাঁর বিরুদ্ধে প্রয়াত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। তুনিশা শর্মার মায়ের অভিযোগের ভিত্তিতেই ওয়ালিভ থানার পুলিশ শিজানকে গ্রেফতার করে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">