কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এবার কোন দিকে মোড় নেবে গল্প? রাম ও কৃষ্ণার জীবনে কি এবার নতুন কোনও ঝড় বয়ে আসতে চলেছে? কোন আশঙ্কার মেঘ দেখছে তারা? (Bangla Serial Update)


স্থায়ী বলে সত্যিই কি কিছু নেই? রাম ও কৃষ্ণার মনে ফের কোন আশঙ্কার মেঘ?


কথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে। বহু কাগজপত্রের মধ্যে দিন কাটছে তার, এমন এক ভাব যেন বড়সড় কোনও কাণ্ড ঘটাতে চলেছে সে। ঠিক কী করতে চাইছে রোহিনী এবার?


কিছুদিন আগেই রাম আর কৃষ্ণা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে নিজেদের বাড়িতে। দু'জনেই একই অফিসে কাজ করে, 'ছায়া আর্কিটেক্টস' যা এখন বিক্রি হয়ে গেছে। সেই সঙ্গে তাদের বস, রক স্যার ঘোষণা করেছেন যে ব্যবসার নতুন মালিক শীঘ্রই তাদের সঙ্গে দেখা করবে। দেখতে দেখতে সেই দিনও চলে আসে। অফিসে সকলে মিলে স্বাগত জানাতে তৈরি হয় তাদের নতুন মালিক, নতুন সদস্যকে। কিন্তু সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় রোহিনী। সেই এখন সংস্থার নতুন মালিক। গোটা ঘটনায় রাম আর কৃষ্ণা হতভম্ব হয়ে যায়। রোহিনী যে আর কেউ নয়, সে কৃষ্ণার জন্মদাত্রী মা এবং তার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী!


কৃষ্ণার পরিবারসহ সবাই এই নতুন সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যায়। অন্যদিকে নারায়ণ, সে রীতিমতো শিউরে ওঠে রাম আর কৃষ্ণার জীবনে আসা নতুন আশঙ্কা নিয়ে। রোহিনীর আগমনে, রাম এবং কৃষ্ণার জীবনে কোন নতুন সমস্যা আসবে? এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল সাড়ে ৭ টায়, কালার্স বাংলা এবং জিও সিনেমায়।


আরও পড়ুন: 'Pushpa 2': 'আগুনের' মতো ঝলমলে পুষ্পারাজে মুগ্ধ শ্রীভল্লি, শ্রেয়া ঘোষালের কণ্ঠে ৬ ভাষায় হাজির 'দ্য কাপল সং'


'রাম কৃষ্ণা' ধারাবাহিকের প্রেক্ষাপট এক ঝলকে


সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিক রামের অদম্য আত্মা এবং জীবনে তার দৃঢ় নীতি, এসবই তাকে জীবনের পথ দেখায়। এই গল্পে রাম এক পুরোহিতের পরিবারের ছেলে। পৌরহিত্যে স্নাতক পাস করেছেন তিনি। সবসময় যাইই সে করেছে তাতে প্রথম হয়ে এসেছে। রাম সকলের প্রিয়। সে পরিবারপ্রেমী এবং পরিবারকে জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে। কৃষ্ণার বাড়িতে সে একবার পুজো করে এবং নিজের অজান্তেই কৃষ্ণার জীবনে পরিবর্তন আনে। তাদের দুনিয়া একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর থেকেই কৃষ্ণা রামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। কিন্তু রাম একজন সরল, সদয় ব্যক্তি হওয়ায় সমস্ত চ্যালেঞ্জ থেকেই বেরিয়ে আসে সে। এখন তাদের সুখের সংসারে ফের কোন বিপদ ঘনিয়ে আসবে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।