কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' (Pherari Mon)। এখন ধারাবাহিকের গোটা টিম ব্যস্ত আউটডোর শ্যুটিংয়ে (Outdoor Shoot)। মুখ্য দুই চরিত্র অগ্নি (Agni) ও তুলসির (Tulsi) 'হানিমুন ডাইরিজ'-এর সাক্ষী থাকবে দর্শক। সেখানে গিয়ে কি ফের কোনও সমস্যার মুখে পড়বে তারা? 


'ফেরারি মন' ধারাবাহিকে এখন 'প্রেমের ছোঁয়া'


বহুদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে তাদের মধুচন্দ্রিমার জন্য রওনা দেয় অগ্নি ও তুলসি। পরমা যদিও আগেভাগে বুক্কিকে তৈরি করে রাখে যাতে তাদের আলাদা রাখা যায়। এবং একইসঙ্গে রমেশের সঙ্গে হাড়হিম করা এক পরিকল্পনাও করে ফেলে, ওইখানেই তুলসিকে খুন করার পরিকল্পনা।


সুন্দর একটি ফার্মহাউজের কাছে তাদের মধুচন্দ্রিমার গন্তব্যে পৌঁছে, অগ্নি ও তুলসির আলাপ হয় এক বেদেনির সঙ্গে। সে গয়না বিক্রি করতে থাকে, এবং এই জুটিও হঠাৎই কেনাকাটায় মজে যায়। তুলসির জন্য অনেক ভেবে একটি ব্রেসলেট কেনে অগ্নি, হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে তুলসির। কিন্তু বেদেনীর ব্যাগে হঠাৎই একটি ওয়াকি টকি চোখে পড়ে তুলসির। স্বাভাবিকভাবেই একগুচ্ছ প্রশ্ন জাগে তার মনে।


তবে মধুচন্দ্রিমা আসল নজর কাড়ে সন্ধ্যায়। ফার্মহাউজে সন্ধ্যায় দেখা যায় সাঁওতালি এক পারফর্ম্যান্স এবং তাতেই হাসি মজা আড্ডায় মেতে ওঠেন সকলে। তুলসি খানিক হাঁড়িয়ার নেশায় যখন বুঁদ, খেলার ছলেই পুলে ঝাঁপ দেয় সে, নাচে মেতে ওঠে। অগ্নির থেকে তুলসিকে আলাদা করার হাজার চেষ্টা সত্ত্বেও নিজেই হাসির খোরাক হতে থাকে বুক্কি। তবে তারা কি আর জানে যে সেই বেদেনিও সাঁওতালি পারফর্ম্যান্সের অংশ হিসেবে আড়াল থেকে নজর রাখছে অগ্নি ও তুলসির ওপর।


খানিক নেশাগ্রস্ত অবস্থায় তাদের ঘরে ফিরে আসে তুলসি ও অগ্নি। পরের দিন সকালে অগ্নির পাশেই ঘুম থেকে উঠে তুলসি দেখে সে যে পোশাক পরেছিল তা বদলে গেছে। মদ্যপ অবস্থায় কিছু ঘটেছে কিনা সেই চিন্তায় পড়ে সে। এই সুযোগে স্ত্রীয়ের সঙ্গে মস্করায় মাতে অগ্নিও। এর ফলে তুলসির কৌতূহল আরও বাড়তে থাকে। 


এরপর তারা জুটিতে 'আউটডোর অ্যাডভেঞ্চার'-এ বের হন। তাদের রোম্যান্টিক সফরে ছেদ পড়ে যখন এক খাদের ধারে পাথরে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তুলসির, তবে অবশ্যই তাকে বাঁচিয়ে নেয় অগ্নি। একটি হৃদয়গ্রাহী স্বীকারোক্তিতে, অগ্নি তার মনের গভীরের অনুভূতি প্রকাশ করে, এবং শান্ত বনে, একটি তাঁবুর সীমানার মধ্যে তাদের বন্ধন আরও গভীর হয়ে ওঠে।


আরও পড়ুন: Alia Bhatt Upcoming Film: কর্ণের সহ-প্রযোজক পর্দার 'রানি', আসছে আলিয়ার নতুন ছবি 'জিগরা', কবে মুক্তি?


অগ্নি ও তুলসির ব্যক্তিগত সম্পর্কের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন নতুন বিপদ ঘনিয়ে আসতে চলেছে তাদের দিকে? সমস্ত খবর জানতে চোখ রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়েস ৬টায় 'ফেরারি মন' ধারাবাহিকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial