কলকাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' ('Sathi' Serial Update)। সেখানে এবার গল্প এগিয়ে যাবে প্রায় ২ দশক। প্রায় ২১ বছর পর এবার কোন স্থানে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? কোন দিকে মোড় নেবে পরিস্থিতি? এবার ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা যাবে ইন্দ্রজিৎ (Indrajit) ও অ্যানমেরি টমকে (Annmary Tom)।
'সাথী' ধারাবাহিকের গল্প এবার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে?
ধারাবাহিকের গল্প অনুযায়ী, ২১ বছর কেটে গেছে। অলকেশ স্যান্যাল বর্তমানে নামকরা রাজনীতিবীদ এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী। তাঁর স্ত্রী গত হয়েছেন। পুত্র ওম এবং পূত্রবধূ বৃষ্টিও মৃত। ওম ও বৃষ্টির একমাত্র সন্তান নিখোঁজ। সবাই ধরে নিয়েছে সেও মৃত, শুধু অলকেশের মা স্বর্ণময়ী এখনও আশা করেন ওম-বৃষ্টির সন্তানকে ফিরে পাওয়ার।
অন্যদিকে মেঘলা, যাকে হাসপাতালে বৃষ্টির সন্তানের সঙ্গে বদলে নিয়েছিল সুজাতা, সে বৃষ্টির বান্ধবী মল্লিকার মাধ্যমে নতুন জীবন পেয়ে, বড় হয়ে উঠেছে আনন্দ ঠাকুরের আশ্রমে। সে জানে না তার পিতা মাতার আসল পরিচয়। মেঘলার ২১ বছরের জন্মদিনে মল্লিকা তাকে বৃষ্টির রেখে যাওয়া একটা বাক্স দেয়, যার মধ্যে মেঘলার উদ্দেশ্যে লেখা একটা চিঠি রয়েছে। সেই চিঠি পড়ে মেঘলা জানতে পারে বৃষ্টি আর ওমের সঙ্গে ঠিক কী ঘটেছিল। মেঘলা স্থির করে যে করেই হোক অলকেশ স্যান্যালের কৃত কর্মের শাস্তি তাকে দেবে। কিন্তু কীভাবে তা বুঝতে পারে না।
এদিকে বৃষ্টি আর ওমের আসল সন্তান যাকে নিজের সন্তানের (মেঘলা) সঙ্গে বদলে নিয়েছিল সুজাতা, সেই ইভানও ২১ বছরে পা দেয়। কাকতালীয়ভাবে তার সঙ্গে মেঘলার আলাপ হয়, কিন্ত সুসম্পর্ক হয় না, বরং শত্রুতা দিয়ে তাদের সম্পর্ক শুরু হয়। ইভান একজন উঠতি অভিনেতা, সে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে লড়াই করছে। ইভানের জীবনেও নানান রকম ক্রাইসিস রয়েছে, যার মধ্যে অন্যতম তার দিদি পিয়ালীর বিয়ে। মেঘলা যখন কোনওভাবেই পথ খুঁজে পাচ্ছে না অলকেশ সান্যালকে শাস্তি দেওয়ার, তখনই সে হাতে পায় ওমের পুরনো একটি ছবি। যে ছবির সঙ্গে অদ্ভুত মিল ইভানের। চমকে ওঠে মেঘলা। ইভানের সঙ্গে ওমের চেহারার সাদৃশ্য কাজে লাগিয়ে কি কোনওভাবে অলকেশের শাস্তির ব্যবস্থা করতে পারবে মেঘলা? ইভানের সঙ্গে সম্পর্কের বরফ কি গলবে তার? কী হবে মেঘলার ভবিষ্যৎ? দোর্দণ্ডপ্রতাপ অলকেশ স্যান্যালকে কি শাস্তি দিতে পারবে আনন্দ ঠাকুরের আশ্রমে বেড়ে ওঠা মেঘলা? জানতে হলে নজর থাকুক 'সাথী' ধারাবাহিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।