মুম্বই: বলি তারকা অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার ছেলে আরভ ভাটিয়ার আজ জন্মদিন। ১৫ সেপ্টেম্বর ১৯ বছরে পা দিলেন আরভ। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে ছেলেকে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেত্রী লেখিকা টুইঙ্কল খান্না। 


ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে টুইঙ্কল লেখেন, 'মাই বিউটিফুল বার্থডে বয়'। ছবিতে ছেলের সঙ্গে হেসে পোজ দিতে দেখা গেল লেখিকাকে। তাঁর পোস্টে অনুরাগীদের শুভেচ্ছাবার্তার বন্যা। এছাড়াও আরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বাণী কপূর, সোনাক্ষী সিংহ প্রমুখরা।


 






সম্প্রতি অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ও আরভ পাড়ি দিয়েছেন ব্রিটেনে। সেখানে পরবর্তী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন আক্কি। যদিও মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে আসেন অভিনেতা।


২০২০ সালের ১৯ অগাস্টে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'বেল বটম' ছবিটি। আক্কি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন হুমা কুরেশি, বাণী কপূর ও লারা দত্ত। ১৬ সেপ্টেম্বর থেকে ছবিটি অনলাইন প্ল্যাটফর্মেও দেখা যাবে। এছাড়াও 'রক্ষাবন্ধন', 'রাম সেতু', 'বচ্চন পাণ্ডে', 'অতরঙ্গি রে' এবং 'পৃথ্বীরাজ' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে।


আরও পড়ুন: Dilip Kumar Twitter Account: সায়রা বানুর মত নিয়েই বন্ধ হচ্ছে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্ট