কলকাতা: কথায় বলে, একই পেশায় নাকি বন্ধুত্ব হয় না। আর গ্ল্যামারের দুনিয়ায় তো একেবারেই নয়। তবে যদি বলা হয়, একেবারেই বন্ধুত্ব হয় না, তাহলে মিথ্যে বলা হবে। হয় বলেই তো, সঙ্গীতশিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায়ের (Ujjaini Mukherjee) পাশে দাঁড়িয়ে তাঁর হয়ে গলা তুললেন লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। প্রশ্ন তুললেন ইন্ডাস্ট্রিতে শিল্পীদের যোগ্য সম্মান নিয়ে। 

সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেছেন লগ্নজিতা। সেখানে তিনি লিখেছেন, 'জানি এই পোস্টটা নিয়ে অনেকেই খুন্ন হবেন, কিন্তু না বলে পারছি না। আমি শেষ ১০ বছর ধরে বিষয়টা দেখছি, কিন্তু বলে উঠতে পারিনি। এখন যেহেতু ১০ বছর হয়ে গিয়েছে, তাই কিছু বলার সাহস পাচ্ছি। আমরা যেখানেই গান গাইতে যাই, সবসময়েই আমার, ইমনদির ও সোমলতাদির সাক্ষাৎকার নেওয়া হয়। আমাদের কভার করা হয়। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু অদ্ভুতভাবে সবসময়েই একজনকে বাদ দিয়ে যাই, জানি না কেন। যদিও সে আমার থেকে অনেক অনেক ভাল একজন সঙ্গীতশিল্পী। তার নাম উজ্জয়িনীদি। আপনারা উজ্জয়িনীদির গান শোনেননি এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে শোনেনি বোধহয়। শুনলে বুঝতে পারতেন। আমার ছবি যদি বের করা যায়, আমায় যদি কভার করা যায়, তাহলে উজ্জয়িনীদির ছবি আরও আরও বেরনো উচিত। কারণ ও আমার থেকে অনেক অনেক ভাল সঙ্গীতশিল্পী।



আর এই বিষয় নিয়ে উজ্জয়িনী বলছেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছুই হয় যেগুলো নিয়ে আমরা মুখ খুলতে পারি বা পারি না। আমার ভাল লাগছে লগ্নজিতার সেই সাহসটা রয়েছে যে ও এটা বলতে পারল। আসলে খারাপ লাগার একটা জায়গা তো তৈরি হয় বটেই, কিন্তু সেগুলো আমার মনে খুব একটা বাজে না। আমি ২২ বছর ধরে গান গাইছি। আসলে আমার জীবনের মূল মন্ত্র, কাজে ফোকাস করব। আমি আমার কাজটা করে যাব, কভার করা না করা তো অন্যদের ব্যাপার।' উজ্জয়িনীর কি সত্যিই ইন্ডাস্ট্রি নিয়ে কোনও অভিযোগ রয়েছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'খারাপ লাগা থাকে, কিন্তু সেটা সাময়িক। বোধহয় লগ্নজিতা খুব কাছ থেকে আমার বিষয়টা দেখেছে। আমি যখন কাজ করেছি, তখনও আমি অনেককে রেফার করেছি। তাঁদের নাম বলতে চাই না, তবে কারোও জন্য কিছু করতে ভাল লাগে। তবে আমি সত্যিই প্রত্যাশা করিনি লগ্ন এমন একটা কাজ করবে। আমায় ও লিখেছে , 'আমি তোমার অনুমতি ছাড়াই লিখেছি'। আমি উত্তরে ওকে বললাম, 'বেশ করেছিস। তোর মনে হয়েছে তুই লিখেছিস'। আর ওকে তো জানি, ও একটা উচ্ছ্বল মানুষ যেটা আজকের যুগে ভীষণ জরুরি। আমার ভাল লেগেছে ও এমন একটা কাজ করব। ওর একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেখান থেকে ও যে এই ভাবনাটা সবার সামনে তুলে ধরেছে, সিনিয়র হিসেবে সেটা আমার ভাল লাগছে। আমি কৃতজ্ঞ। অনেকেই বলেন, মেয়েরা নাকি মেয়েদের ভাল বন্ধু হতে পারে না বা গ্ল্যামার ওয়ার্ল্ডে নাকি বন্ধুত্ব হয় না। লগ্ন একটা উদাহরণ তৈরি করল যা ভবিষ্যৎ প্রজন্মকেও পথ দেখাবে।'


আরও পড়ুন: Aditi-Siddharth: রাজস্থানে রাজকীয় মালাবদল, সিদ্ধার্থের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহে বাঁধা পড়লেন অদিতি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।