এক্সপ্লোর
Advertisement
হার্দিক পান্ড্যর পুরানো ছবিতে ঊর্বশী রউতেলার মন্তব্য নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
কটি পুরানো ছবি শেয়ার করে ভারতীয় দলের অলরাউন্ডার জানিয়েছেন, ক্রিকেট কেরিয়ারের শুরুতে স্থানীয় ম্যাচ খেলতে ট্রাকে চড়ে যেতেন তিনি। এবার হার্দিকের সেই ছবিতে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ঊর্বশী রউতেলা। তিনি যে মন্তব্য করেছেন, তা নেটিজেনদের নজর টেনেছে।
নয়াদিল্লি: একটি পুরানো ছবি শেয়ার করে ভারতীয় দলের অলরাউন্ডার জানিয়েছেন, ক্রিকেট কেরিয়ারের শুরুতে স্থানীয় ম্যাচ খেলতে ট্রাকে চড়ে যেতেন তিনি। এবার হার্দিকের সেই ছবিতে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ঊর্বশী রউতেলা। তিনি যে মন্তব্য করেছেন, তা নেটিজেনদের নজর টেনেছে।
ইনস্টাগ্রামে হার্দিকের ছবিতে মজার ছলে তিনি লিখেছেন, ‘..আমিও বাস্কেটবল খেলতে ট্রেনে চড়ে যেতাম’।
সাফল্যের সোপান বেয়ে জীবন ও কেরিয়ারের সাফল্যের তুঙ্গে উঠেছেন হার্দিক। কিন্তু ২৫ বছরের হার্দিক ভোলেননি তাঁর লড়াইয়ের দিনগুলির কথা। সেই সময়কার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছিলেন, স্বপ্ন সত্যি হয়েছে।তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে তাঁকে ট্রাকের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। হার্দিক জানিয়েছিলেন, তাঁর বেড়ে ওঠার দিনগুলিতে এভাবেই তিনি স্থানীয় ম্যাচ খেলতে যেতেন।
হার্দিক লেখেন, ওই দিনগুলিতে তিনি ট্রাকে চড়ে স্থানীয় ম্যাচ খেলতে যেতেন, যা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তিনি বলেছেন, এখনও পর্যন্ত দারুণ একটা যাত্রা। এই খেলাকে খুব ভালোবাসি।
উল্লেখ্য, হার্দিক ও ঊর্বশীকে নিয়ে এমনও জল্পনা ছড়িয়েছিল যে, তাঁরা দুজন একে অপরের সঙ্গে ডেট করছেন। কিন্তু ঊর্বশী কিছুদিন আগে এ ধরনের জল্পনাকে গুজব বলে খারিজ করে দিয়েছিলেন। ঊর্বশী এখন ‘পাগলপন্তী’ সিনেমার জন্য কাজ করছেন। এই সিনেমায় তাঁকে জন আব্রাহাম, অনিল কপূর ও ইলিয়ানা ডি ক্রুজের মতো শিল্পীদের সঙ্গে দেখা যাবে। এছাড়াও ঊর্বশীর নয়া ভিডিও গান বিজলি কি তার রিলিজ হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement