কলকাতা: অভিনয়ের শুরুটা হয়েছিল ভীষণ কাকতালীয়ভাবেই। ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Banerjee) সূত্র ধরে। তবে রুপোলি পর্দা নয়, মঞ্চ থেকেই শুরু হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) অভিনয়। আর সেই মঞ্চেই প্রথম দেখা উত্তমকুমারের (Uttam Kumar) সঙ্গে। একটি 'সেলেব্রিটি টক শো'-তে এসে এই গল্পই শুনিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী। 


প্রথমবার উত্তমকুমারের সঙ্গে দেখা নাটকের মঞ্চেই, সাবিত্রী বলছেন, 'একদিন নাটকের মঞ্চে রিহার্সাল করছি, হঠাৎ শুনলাম উত্তমকুমার আসছেন। শুনেই আমি ছুটে উইংসের ধারে.. একবার ওঁকে দূর থেকে দেখব। ছুটতে গিয়ে, একটা পোশাকের ট্রাঙ্কের ওপর পড়ে গেলাম। তাতে পা কেটে রক্তারক্তি কাণ্ড... আমার কোনও হুঁশই নেই। তারপরে ওঁর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন ভানুদাই।


আলাপ করতে চেয়েছিলেন নাকি স্বয়ং উত্তমই, সাবিত্রীকে অফার দিয়েছিলেন নাটক করার। সাবিত্রী বলছেন, 'উত্তমকুমার এসে বলেছিলেন, 'আমরা একটা নাটক করি, দল রয়েছে। আপনি কি নাটক করবেন?' আমি আবার সেই বাবার স্মরণাপন্ন। এরপরে একদিন বাড়ি এসেছিলেন উত্তমকুমার। আমরা তখন একটাই ঘরে থাকি। বালিশ সরাচ্ছি, জিনিস সরাচ্ছি... উত্তমকুমার বাড়িতে আসছেন তাঁকে বসাব কোথায়? যা হোক... বাবার কাছে তিনি নাটকের কথা পাড়লেন। বাবা রাজি হলেন তবে ওঁকেই আমায় দেওয়া নেওয়া করতে হবে। তাতে রাজি হয়ে গেলেন উত্তমকুমার। এরপর বাবা বললেন, 'তাহলে কিছু অ্যাডভান্স দিয়ে যান'। আমার তখন মনে হচ্ছে ধরিত্রী দ্বিধা হও... বাবা উত্তমকুমারের থেকে টাকা চাইলেন। পরে উনি চলে যেতে বাবার ওপর খুব রাগ দেখিয়েছিলাম। তখন বাবা বলেছিলেন.. সংসার চলছে না আর অ্যাডভান্স চাইব না! তবে তাতে আমার রাগ কমেনি। ২ দিন কথা বলিনি বাবার সঙ্গে।'


সাবিত্রী-উত্তমের জুটি ছিল স্বর্ণযুগের অন্যতম রত্ন। উত্তমকুমারের প্রয়াণ দিবসে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন, 'আমি উত্তমকুমারের মৃত্যুকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না উনি নেই। আর যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না, তাঁর স্মৃতিচারণা কী করে করব! আমার কাছে ও এখনও উনি জীবন্ত। ইন্ডাস্ট্রিকে উনি যা দিয়ে গিয়েছেন, তাতে এখনও কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যে উনি আর নেই।'


আরও পড়ুন: Parambrata Chatterjee: 'টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায় এবার বিয়ের পিঁড়িতে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।