এক্সপ্লোর
তাঁর ‘নকল’ করেছেন সারা আলি খান! 'অভিযোগ' বরুণ ধবনের
‘কুলি নম্বর ১’ সিনেমার সহ অভিনেত্রী সারা আলি খানের বিরুদ্ধেই কিনা অভিযোগ করে বসলেন অভিনেতা বরুণ ধবন। মজার ছলে বরুণের অভিযোগ, সারা তাঁর পোশাকের রঙ নকল করেছেন! আজ সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বরুণ।

মুম্বই: ‘কুলি নম্বর ১’ সিনেমার সহ অভিনেত্রী সারা আলি খানের বিরুদ্ধেই কিনা অভিযোগ করে বসলেন অভিনেতা বরুণ ধবন। মজার ছলে বরুণের অভিযোগ, সারা তাঁর পোশাকের রঙ নকল করেছেন! আজ সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বরুণ। ছবিতে তাঁকে কোরিওগ্রাফার সারা ও গণেশ আচার্যর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। এই ছবি বরুণ মাস্টার জী ও সারা আলি খানকেও ট্যাগ করেছেন। ছবিতে সারা ও বরুণকে একটি গানের নৃত্য শৈলীর মহড়া নিতে দেখা যাচ্ছে। ছবিতে সারা ও বরুণ-দুজনেই হলুদ রঙের পোশাকে দেখা গিয়েছে। আর তা নিয়েই মজার ছলে ‘বদলাপুর’ সিনেমার অভিনেতা সারার বিরুদ্ধে তাঁকে নকল করা এবং তাঁর মতোই পোশাক পরার অভিযোগ করেছেন। বরুণ লিখেছেন, ‘সারা জী আমার পোশাকের রঙ নকল করেছেন’।
উল্লেখ্য, ডেভিড ধবন পরিচালিত ‘কুলি নম্বর-১’ সিনেমায় দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। ১৯৯৫-এর গোবিন্দা ও করিশ্মা কপূর অভিনেতা সিনেমার রিমেক এই সিনেমা। আগামী বছর এই কমেডি সিনেমা মুক্তি পাবে বলে আশা। সারাকে খুব শীঘ্রই কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লভ আজ কল ২’-তে দেখা যাবে। এই সিনেমার শ্যুটিং সম্পূর্ণ হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















