মুম্বই: সদ্যই আগামী ছবির কাজ প্রায় শেষ করে ফেললেন বরুণ ধবন (Varun Dhawan) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে দেখা যেতে চলেছে তাঁদের। 'যুগ যুগ জিও' ছবি দিয়ে জুটিতে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন বরুণ ও কিয়ারা। ছবির শ্যুটিং শেষে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন বরুণ ধবন। যা দেখে একদিকে যেমন অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তেমনই অন্যদিকে বরুণ ধবন এবং কিয়ারা আডবাণীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন অর্জুন কপূর (Arjun Kapoor)। 


প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধবন এবং অভিনেত্রী কিয়ারা আডবাণী। খুব শীঘ্রই তাঁদের দেখা যেতে চলেছে 'যুগ যুগ জিও' ছবি দিয়ে। শ্যুটিং শেষের পর একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন 'অক্টোবর' অভিনেতা বরুণ ধবন। কিয়ারা আডবাণীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'একটাই ব্যালকনি ছিল। ছবির শ্যুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ছবিটি নিয়ে আমরা সকলেই খুবই আশাবাদী।' সাদা-কালো ছবিতে বরুণ ধবন এবং কিয়ারা আডবাণীর এই ছবি দেখে প্রশংসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। নেট নাগরিকদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে বরুণ-কিয়ারা জুটিকে পর্দায় দেখতে তাঁরা কতটা উচ্ছ্বসিত হয়ে রয়েছেন। পাশাপাশি ক্যাটরিনা কাইফ থেকে অর্জুন কপূর এবং টিনসেল টাউনের অন্যান্য তারকারাও কমেন্ট করেছেন।


আরও পড়ুন - Sooryavanshi Box Office: দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'সূর্যবংশী'?


বরুণ ধবন এবং কিয়ারা আডবাণীর এই ছবি দেখে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা অর্জুন কপূর। তিনি কমেন্টে লেখেন, 'আমি শুধু জানতে চাই, তোমরা দুজনে কোন তারাটাকে দেখছ?' 'কি অ্য়ান্ড কা' অভিনেতার এমন বুদ্ধিদীপ্ত প্রশ্নে ভালোবাসার ইমোজি দিয়েছেন অনুরাগীরাও। 


প্রসঙ্গত, বরুণ ধবন এবং কিয়ারা আডবাণীর আগামী ছবি 'যুগ যুগ জিও' দিয়ে বলিউডে কামব্যাক করতে চলেছেন রণবীর কপূরের মা, প্রয়াত অভিনেতা ঋষি কপূরের স্ত্রী এবং বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতু কপূর। 'যুগ যুগ জিও' ছবিটি পরিচালনা করেছেন 'গুড নিউজ' পরিচালক রাজ মেহতা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিল কপূর, মনীষ পল এবং প্রযক্তা কোহলিকে। কর্ণ জোহরের প্রোডাকশন হাউস থেকে মুক্তি পাবে এই ছবি। যদিও 'যুগ যুগ জিও' ছবির মুক্তির দিন এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।



'দিলওয়ালে' তারকা বরুণ ধবনের হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে। 'যুগ যুগ জিও' ছাড়াও তাঁকে দেখা যেতে চলেছে 'ভেড়িয়া' ছবিতে। যা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছর। এই ছবিতে বরুণ ধবণের বিপরীতে দেখা যাবে 'মিমি' অভিনেত্রী কৃতী শ্যাননকে।