অনুষ্কা শর্মা থেকে সোনাম কপূর- বলিউডের সমস্ত অভিনেত্রীরাই অভিনেতাদের তুলনায় কম পারিশ্রমিক পান। পারিশ্রমিকে এই অসাম্য কবে দূর হয়, সেটাই এখন দেখার। ছবি-ইন্সটাগ্রাম
2/8
রণবীর কপূরের কেরিয়ার কয়েক বছর হয়েছে। এমন কিছু বেশি হিট সিনেমা তিনি দিতে পারেননি। কিন্তু তিনিও দীপিকার থেকে বেশি আয় করেন। ছবি-ইন্সটাগ্রাম
3/8
জানলে অবাক হতে হয় যে, সারা বিশ্বে ৫০০ কোটি টাকার আয় সত্ত্বেও দীপিকা পাড়ুকোন পদ্মাভত সিনেমার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। অথচ, বাজীরাও মস্তানি, পিকু, রামলীলা, চেন্নাই এক্সপ্রেস-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ছবি-ইন্সটাগ্রাম
4/8
বলিউডের বিশেষজ্ঞরা বলছেন, পারিশ্রমিকের এই তারতাম্য নির্ভর করছে সিনেমা চলা বা না চলার ওপর। মনে করা হয় যে, কোনও সিনেমার কাহিনী নারীকেন্দ্রিক হলে তার আয় বেশি হলে ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার হয়। কিন্তু পুরুষ-কেন্দ্রিক সিনেমার আয় ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলারও ছুঁয়ে ফেলে। এজন্যই মহিলা তারকাদের পারিশ্রমিক কম।ছবি-ইন্সটাগ্রাম
5/8
অনেকে বলতেই পারেন, মেয়েদের মধ্যে দারুণ জনপ্রিয় বরুণ। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে, ক্যাটরিনা টাইগার জিন্দা হ্যায়-এর মতো সিনেমা দিয়েছেন। ইন্ডাস্ট্রিতে বরুণের থেকেও সিনিয়র ক্যাটরিনা।ছবি-ইন্সটাগ্রাম
6/8
বলিউডে সবচেয়ে বেশি রোজগেরে অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোন সবচেয়ে আগে। প্রিয়ঙ্কা চোপড়াও এই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছেন। ছবি-ইন্সটাগ্রাম
7/8
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, রেমো ডিসুজার নৃত্যভিত্তিক সিনেমার জন্য পারিশ্রমিকের পরিমাণ নিয়েই বরুণের আয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই সিনেমার জন্য ক্যাটরিনা কাইফ নিচ্ছেন ৭ কোটি টাকা। আর বরুণের পারিশ্রমিক এর প্রায় পাঁচগুণ বেশি- ৩২ কোটি টাকা। ছবি-ইন্সটাগ্রাম
8/8
বলিউডে পারিশ্রমিক নিয়ে অসাম্যের বিতর্ক দীর্ঘদিনেরই। অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেক বেশি পারিশ্রমিক পান। কিন্তু শুনলে অবাক হয়ে যেতে হয় যে, বলিউডে এমনও অভিনেতা রয়েছেন যিনি জনপ্রিয় অভিনেত্রীর থেকেও বেশি পারিশ্রমিক পান। তাঁদেরই মধ্যে একজন বরুণ ধবন। ছবি-ইন্সটাগ্রাম