নয়াদিল্লি: তলব করা হল অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj Summoned)। ১০০ কোটি টাকার 'পঞ্জি স্কিম' (ponzi scheme probe) তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) তলব করেছে অভিনেতাকে।


অভিনেতা প্রকাশ রাজকে ইডির তলব


১০০ কোটি টাকার পঞ্জি স্কিমের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল প্রকাশ রাজকে। 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' (PMLA)-এর অধীনে ২০ নভেম্বর ত্রিচির একটি অংশীদারি সংস্থার সঙ্গে সম্পর্কিত সম্পত্তিগুলিতে তদন্ত সংস্থার অনুসন্ধানের পরে এই সমন পাঠানো হয়েছে। 


ইডি-র সূত্র মারফত পাওয়া খবর ইঙ্গিত দেয় যে প্রকাশ রাজের তলব 'প্রণব জুয়েলার্স'-এর তৈরি অভিযুক্ত জাল সোনার বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে আরও বড় তদন্তেরই একটি অংশ। ৫৮ বছর বয়সী অভিনেতা ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তাঁকে আগামী সপ্তাহে চেন্নাইয়ের ফেডারেল এজেন্সির সামনে জবানবন্দি দিতে বলা হয়েছে।


তল্লাশিতে একাধিক অপরাধমূলক নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়াও প্রায় ১১.৬০ কেজি ওজনের সোনার গয়না সমেত নগদ ২৩.৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে যার কোনও হিসেব মেলেনি। অভিযোগ, 'পঞ্জি স্কিম' আদতে প্রণব জুয়েলার্স দ্বারা পরিচালিত একটি স্কিম, যার বিরুদ্ধে ত্রিচির ইকনমিক অফেন্সেস উইং (EOW) এফআইআর দায়ের করে। তারা অভিযোগ করে যে প্রণব জুয়েলার্স ও আরও একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই থেকে ED তদন্ত শুরু করে এই বিষয়ে। 


আরও পড়ুন: Swastika Mukherjee: বিবাহবিচ্ছেদ.. একা মা হিসেবে মেয়েকে নিয়ে কী পরিস্থিতিতে পড়েছিলেন স্বস্তিকা?


EOW-এর মতে, প্রণব জুয়েলার্স সাধারণ মানুষের থেকে 'গোল্ড স্কিম'-এর নামে প্রায় ১০০ কোটি টাকা আদায় করে, এবং তাঁদের আশ্বাস দেয় যে এর থেকে তাঁরা দুর্দান্ত রিটার্ন বা লাভ পাবেন। যদিও এই সংস্থা তাদের কথা রাখতে পারে না এবং বিনিয়োগকারীদের বিপদের মুখে ফেলে দেয়।


প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও অভিনয়ের বাইরে একাধিক কারণে শিরোনামে থেকেছেন প্রকাশ রাজ। মাস কয়েক আগে 'চন্দ্রযান ৩' চাঁদের মাটি ছোঁওয়ার সময়ও তাঁর করা পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের পোস্টের সাফাই দিয়ে অপর পোস্ট করলেও, তা নেহাতই ধোপে টেকেনি। কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায় পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। পুলিশের তরফে বলা হয়েছিল যে, 'অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের 'চন্দ্রযান ৩' মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y