Yusuf Husain Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন, স্মৃতি রোমন্থন চিত্র পরিচালক হংসল মেহতার
Hansal Mehta on Yusuf Husain Death: "আজ সত্যি অনাথ হয়ে গেলাম,'' বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন তাঁর জামাই তথা চিত্র পরিচালক হংসল মেহতার
![Yusuf Husain Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন, স্মৃতি রোমন্থন চিত্র পরিচালক হংসল মেহতার Veteran star Yusuf Husain passes away, Hansal Mehta pens emotional note for father-in-law Yusuf Husain Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন, স্মৃতি রোমন্থন চিত্র পরিচালক হংসল মেহতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/30/f234cf20f7203593fad0e7548a306b70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন ( Yusuf Husain ) । 'বিবাহ' (Vivah), ধুম ২ (Dhoom 2), দিল চাহতা হ্যায় (Dil Chahta Hain) -এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন তাঁর জামাই তথা চিত্র পরিচালক হংসল মেহতার ( Hansal Mehta)। একইসঙ্গে স্মৃতি রোমন্থন করে পোস্টও করলেন তিনি।
গতকাল রাতে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। অভিনেতার মেয়ে সাফিনা হংসল মেহতাকে বিয়ে করেছেন। পোস্টে মেহতা লিখেছেন যে কীভাবে তাঁর শ্বশুর দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন। সেই সময় চিত্র পরিচালক হিসেবে তাঁর তেমন পরিচিতি ছিল না। পোস্টে উল্লেখ করেছেন ইউসুফ হোসেন তার শ্বশুর নয়, তার বাবা ছিলেন।
ট্যুইটারে মেহতা লিখেছেন, "তখন শহিদের দুটো সময় নির্ধারণের কাজ শেষ করেছি। সেটা করেই একেবারেই কাজ বন্ধ। চিত্র পরিচালক হিসেবে কেরিয়ার প্রায় শেষের পথে। ঠিক সেই সময় তিনি আসেন এবং বলেন আমার একটা ফিক্সড ডিপোজ়িট রয়েছে। যেটা কাজে লাগছে না। তুমি সমস্যায় পড়েছ এখন ওটা কাজে লাগবে। সঙ্গে সঙ্গে একটা চেক লিখে দেন। এই রকমই ছিলেন ইউসুফ হোসেন। শুধুই আমার শ্বশুর ছিলেন না, ছিলেন আমার বাবা। জীবন শব্দের যদি কোনও বাহ্যিক রূপ থাকে তবে তিনি ছিলেন না। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইউসুফ সাব এটা আপনার নতুন জীবন। আজ সত্যি অনাথ হয়ে গেলাম। জীবন কখনও একইরকম ভাবে যায় না। তোমাকে খুব মিস করব। আমার উর্দু ভাষা অস্পষ্টই থাকবে। এবং হ্যাঁ খুব ভালবাসি।''
RIP Yusuf Husain. pic.twitter.com/laP0b1U732
— Hansal Mehta (@mehtahansal) October 29, 2021
গত কয়েক দশক ধরে হিন্দি ছবি সহ টেলিভিশনে অভিনয় করেছেন ইউসুফ। রাজ় (Raaz), (OMG: Oh My God), ক্রিশ থ্রি (Krishh 3), দাবাং থ্রি (Dabangg 3)-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)