Vicky Katrina Wedding: আরও জোরাল বিয়ের গুঞ্জন, দেখা করতে ক্যাটরিনা কাইফের বাড়িতে গেলেন ভিকি? ছবি ভাইরাল মুহূর্তে
বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ের। আগামী মাসের শুরু দিকেই রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে বলিউডের দুই তারকার বিয়ের আসর।দুই তারকার বিয়ের প্রস্তুতিও চলছে জোরকদমে।
![Vicky Katrina Wedding: আরও জোরাল বিয়ের গুঞ্জন, দেখা করতে ক্যাটরিনা কাইফের বাড়িতে গেলেন ভিকি? ছবি ভাইরাল মুহূর্তে Vicky Kaushal Pictured At Katrina Kaif's Home Ahead Of Rumoured Wedding, Know In Details Vicky Katrina Wedding: আরও জোরাল বিয়ের গুঞ্জন, দেখা করতে ক্যাটরিনা কাইফের বাড়িতে গেলেন ভিকি? ছবি ভাইরাল মুহূর্তে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/1f1a8699831b82a8e9ff068ea3a32bc8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যত বিয়ের নির্ধারিত দিন এগিয়ে আসছে, তত গুঞ্জন জোরাল হচ্ছে। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে নিয়ে উত্তাল নেট মাধ্যম। অনুরাগীরাও পছন্দের অভিনেতার বিয়ের আপডেট জানার জন্য অপেক্ষা করছেন। যদিও সম্পর্ক থেকে বিয়ের গুঞ্জন, সমস্ত কিছু নিয়েই মুখে কুলুপ এঁটেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু বেশ কিছু সময় দুই অভিনেতাকে একসঙ্গে নানা জায়গায় সময় কাটাতেও দেখা গিয়েছে। পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ের। ইতিমধ্যেই শোনা গিয়েছে, আগামী মাসের শুরু দিকেই রাজস্থানের রাজকীয় সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে বলিউডের দুই তারকার বিয়ের আসর। হাতে আর একেবারেই সময় নেই। তাই দুই তারকার বিয়ের প্রস্তুতিও চলছে জোরকদমে।
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন আরও জোরাল করল সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি। ভিকি কৌশলের যে ছবিগুলি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে ফোনে কারও সঙ্গে কথা বলছেন 'উরি' অভিনেতা। এবং বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ক্যাটরিনা কাইফের বাড়ি থেকে এদিন বেরতে দেখা যায় ভিকি কৌশলকে। যখন পাপারাজ্জিরা তাঁর ছবি তুলতে ব্যস্ত, সেদিকে একেবারেই হুঁশ নেই অভিনেতার। তিনি তখন কারও সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। যদিও সেই ছবিগুলির সত্যতা যাচাই করা এবিপি আনন্দের পক্ষে সম্ভব হয়নি।
আরও পড়ুন - Taapsee Pannu Update: কোঁকড়ানো চুল স্ট্রেট করতে গিয়ে কী অবস্থা হয়েছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন তাপসী পান্নু
বিয়ের খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়ার পর ভিকি কৌশলের এক তুতো বোন সংবাদ মাধ্যমে জানান যে, ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতার বিয়ে হচ্ছে না। যে গুঞ্জন রটেছে, তা একেবারেই ভুয়ো। পাশাপাশি ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে বন্ধুর বাড়িতে পোশাক নিয়ে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। এছাড়াও তাঁর জন্য আসতে চলেছে বিশেষ মেহেন্দিও। যার খরচ ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ইতিমধ্যেই ৪০ থেকে ৪৫টি হোটেল বুকিং করা হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে, সব মিলিয়ে দুই তারকার বিয়ের খবরে সরগরম বি টাউন। এই গুঞ্জন সত্যি নাকি মিথ্যে, তার উত্তর সময়ই দেবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)