মুম্বই: শনিবার ৩৯ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অন্যান্য বছরের মতোই বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে জীবনের বিশেষ দিনটা কাটালেন অভিনেত্রী (Katrina Kaif Birthday)। তবে, এই বছরের জন্মদিন তাঁর কিছু একটু বেশি স্পেশাল। কারণ, বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। বিশেষ দিনটা কাটাতে আগেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি উড়ে গিয়েছেন মলদ্বীপ। সেখানেই জন্মদিন উদযাপন করলেন ক্যাটরিনা কাইফ। তবে, এই বিশেষ দিনটা শুধুমাত্র ক্যাটরিনার কাছেই যে বেশি স্পেশাল তা নয়। স্পেশাল ভিকি কৌশলের (Vicky Kaushal) কাছেও। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তেমনই বিশেষ বার্তা দিলেন অভিনেতা।
ক্যাটরিনার জন্মদিনে ভিকির শুভেচ্ছাবার্তা-
এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। বোন ইসাবেলা, ভিকির ভাই সানি ও তাঁর বান্ধবী শর্বরী ওয়াঘ, ঘনিষ্ঠ বন্ধু কবীর খান ও মিনি মাথুরের সঙ্গে মলদ্বীপে তিনি যে উপভোগ করছেন, তা ছবি পোস্ট করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে লিখেছেন, 'বার্থডেওয়ালা দিন'। আর বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশল পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফের একটি হাসি মুখের ছবি। সঙ্গে গানের কথায় লিখেছেন, 'বার বার দিন ইয়ে আয়ে... বার বার দিল ইয়া গায়ে... হ্যাপি বার্থ ডে মাই লভ'। ভিকি পোস্টে ক্যাটরিনাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
আরও পড়ুন - Allu Arjun: 'পুষ্পা' ছবিতে কেন একটা কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? জানা গেল আসল কারণ
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন দুই তারকা। সম্পর্ক কিংবা বিয়ে, কোনও প্রসঙ্গেই আগে মুখ না খুললেও, বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভ মুহূর্তের নানা ছবি পোস্ট করেন।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' ছবিতে। ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবি।