এক্সপ্লোর
কপূর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে রানির সঙ্গে আলিঙ্গন ঐশ্বর্যর, ভিডিও ভাইরাল

মুম্বই: পেশাদার জীবনের থেকে ব্যক্তিগত জীবনের জন্য অনেক সময়ই প্রচারের আলোয় থাকেন বলিউড তারকারা। বচ্চন পরিবার বা কপূর পরিবারের প্রসঙ্গ উঠলে অনুরাগীদের উত্সাহ অনেক বেশি বেড়ে যায়। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন বলিউডের শো ম্যান রাজ কপূরের পত্নী কৃষ্ণা রাজ কপূর। এই শোকের সময়ে কপূর পরিবারের পাশে দাঁড়ান সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এরইমধ্যে ঐশ্বর্য রাই বচ্চনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্যকে রানি মুখোপাধ্যায়কে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। আর এই রানি অভিষেকের প্রাক্তন গার্লফ্রেন্ড।
শোকবিহ্বল কপূর পরিবারকে সান্ত্বনা জানিয়েছে মা বৃন্দা রাইয়ের সঙ্গে বাইরে আসেন ঐশ্বর্য। তখন সেখানে রানি, অথিয়া শেঠ্ঠি ও আলিয়া ভট্ট সহ আরও কয়েকজন দাঁড়িয়েছিলেন। যাওয়ার আগে প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেন। এরইমধ্যে রানির সঙ্গে ঐশ্বর্যর আলিঙ্গনের ছবি সবার নজর কেড়ে নেয়।
আসলে ২০০৩-এ শাহরুখ খানের সিনেমা ‘চলতে চলতে’ ঘিরে রানি ও ঐশ্বর্যর মধ্যে টানাপোড়েন শুরু হয়। এই সিনেমায় প্রথমে শাহরুখের বিপরীতে ঐশ্বর্যকে নেওয়া হয়েছিল। পরে তাঁর জায়গায় নেওয়া হয় রানিকে। এই কারণে দুই অভিনেত্রীর মধ্যে বাক্যালাপ বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্কের এই টানাপোড়েন গোপন থাকেনি। এরপরই সংবাদমাধ্যমে খবর রটেছিল যে, ‘বান্টি অউর বাবলি’ সিনেমার সেটে অভিষেক ও রানির সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই সিনেমা মুক্তির দু বছর পরে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
