এক্সপ্লোর
Advertisement
‘মুন্না বদনাম চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন কার্তিক আরিয়ান, নাচের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
‘মুন্না বদনাম চ্যালেঞ্জ’ গ্রহণ করে সলমন খানের আগামী সিনেমা ‘দাবাং ৩’ সিনেমার গানে জমিয়ে নাচলেন কার্তিক আরিয়ান। ‘দাবাং’ সিকোয়েলের সিনেমার চুলবুল পান্ডে চরিত্রের ধাঁচে চ্যালেঞ্জ জানিয়ে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ‘পতি পত্নী অউর ও’ সিনেমার অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, মুন্না বদনাম হুয়া ‘ভাই’ কে লিয়ে।
নয়াদিল্লি : ‘মুন্না বদনাম চ্যালেঞ্জ’ গ্রহণ করে সলমন খানের আগামী সিনেমা ‘দাবাং ৩’ সিনেমার গানে জমিয়ে নাচলেন কার্তিক আরিয়ান।
‘দাবাং’ সিকোয়েলের সিনেমার চুলবুল পান্ডে চরিত্রের ধাঁচে চ্যালেঞ্জ জানিয়ে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন ‘পতি পত্নী অউর ও’ সিনেমার অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, মুন্না বদনাম হুয়া ‘ভাই’ কে লিয়ে।
যে ভিডিওতে তিনি শেয়ার করেছেন, সেখানে তাঁকে একদল ডান্সারের সঙ্গে মুন্না বদনাম গানের তালে নাচতে দেখা গিয়েছে।
‘দাবাং ৩’ সিনেমায় চুলবুল পান্ডের স্ত্রী রাজ্জোর চরিত্রের অভিনেত্রী সোনাক্ষী সিনহা ওই ভিডিওতে তাঁর প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, ‘চমকপ্রদ’। এর আগে সোনাক্ষী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মুন্না বদনাম চ্যালেঞ্জের শুরু করেন। এই চ্যালেঞ্জের জন্য তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ, কার্তিক আরিয়ান, আয়ুষ শর্মাকে মনোনীত করেছিলেন।Munna Badnaam hua ‘BHAI’ ke Liye@BeingSalmanKhan ❤️@sonakshisinha ????#MunnaBadnaamHuaChallenge ???????????????????????? pic.twitter.com/oopEeBqc5n
— Kartik Aaryan (@TheAaryanKartik) December 17, 2019
‘দাবাং’ সিকোয়েলের তৃতীয় সিনেমা ‘দাবাং ৩’-তে সলমনের বিপরীতে থাকবেন সোনাক্ষী। এই সিনেমার মাধ্যমে প্রবীণ অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকরের বলিউডে অভিষেক হচ্ছে।আরবাজ খানও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা।Why should Munna have all the fun??? Hum bhi karenge #Munnabadnaamchallenge aur nominate karenge doston ko - @Asli_Jacqueline , @TheAaryanKartik and @aaysharma !!! Aap bhi karo!! pic.twitter.com/uUJy00gnGx
— Sonakshi Sinha (@sonakshisinha) December 12, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement