এক্সপ্লোর
১৬ বছর বয়সে ভাং খান এই সেরা নায়িকা!

মুম্বই: বিদ্যা বালানের দোলের স্মৃতি মিলে মিশে আছে ভাঙের নেশায়! নায়িকা জানিয়েছেন, দোলের সেরা স্মৃতি হল, বছর ১৬ বয়সে ভাঙের গ্লাসে চুমুক দেওয়া। তিনি ওটা ভাং বল জানতেন না। মনে আছে, তারপর গোটা দিনটা খিলখিল করে হেসে কাটিয়েছিলেন।
দোলের গান হিসেবে বিদ্যার পছন্দ আদি ও অকৃত্রিম রং বরষে। আর পছন্দ ইমারতি নামে একটি মিষ্টি। দোলের জন্য আলাদা করে ত্বক ও চুলের যত্ন নিতেও ভোলেন না তিনি। তাঁর কথায়, বুরা না মানো হোলি হ্যায় বলে লোকে আপনাকে যে কোনও মুহূর্তে রঙে চুবিয়ে দিতে পারে। দোল তাঁর দারুণ পছন্দের উৎসব হলেও রঙের গুণমান নিয়ে সাবধান থাকতেই হয় কারণ চুল ও ত্বকে তার প্রভাব পড়তে পারে।
তাই দোল খেলা শুরু করার আগে মাথায় চপচপে করে নারকেল তেল মাখেন তিনি। গায়েও মেখে নেন সেই তেল। তারপর আর তাঁকে পায় কে!
দোলের গান হিসেবে বিদ্যার পছন্দ আদি ও অকৃত্রিম রং বরষে। আর পছন্দ ইমারতি নামে একটি মিষ্টি। দোলের জন্য আলাদা করে ত্বক ও চুলের যত্ন নিতেও ভোলেন না তিনি। তাঁর কথায়, বুরা না মানো হোলি হ্যায় বলে লোকে আপনাকে যে কোনও মুহূর্তে রঙে চুবিয়ে দিতে পারে। দোল তাঁর দারুণ পছন্দের উৎসব হলেও রঙের গুণমান নিয়ে সাবধান থাকতেই হয় কারণ চুল ও ত্বকে তার প্রভাব পড়তে পারে।
তাই দোল খেলা শুরু করার আগে মাথায় চপচপে করে নারকেল তেল মাখেন তিনি। গায়েও মেখে নেন সেই তেল। তারপর আর তাঁকে পায় কে! বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















