কলকাতা: তাঁদের প্রেমের চর্চা এখন বলিউডে ওপেন সিক্রেট। হামেশাই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের। তমন্না ভাটিয়া (Tamannya Bhatiya) ও বিজয় বর্মা (Vijay Varma)। 'লাস্ট স্টোরিজ ২' -এর শ্যুটিং করতে গিয়েই তাঁদের আলাপ আর তারপরে বন্ধুত্ব। আর এখন, তাঁদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা তাঁরা। সম্প্রতি, মায়ানগরীতে হাতে হাত রেখে ডিনার ডেটে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হলেন বলিউডের এই যুগল।
মুম্বইয়ের একটি রেস্টোরাঁয় দেখা গিয়েছিল বিজয় ও তমন্নাকে। নায়িকা পরেছিলেন একটি সাদা টি শার্ট আর জিন্স। অন্যদিকে, বিজয় পরেছিলেন একটি টি-শার্ট।
শেষবার 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-তে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ও তমন্নাকে। এই সিরিজের প্রচারের সময়ের একটি সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, 'আমার আর তমন্নার দেখা হয় সুজয় ঘোষের অফিসে, স্ক্রিপ্ট রিডিংয়ের সময়। আমরা আমাদের আগের অভিনয় জীবন নিয়ে কথা বলি। তখনই তমন্না জানায়, আমিই নাকি প্রথম সেই মানুষ, যাকে ও পর্দায় প্রথমবার চুম্বন করবে।' তমন্না নাকি বিজয়কে বলেছিলেন, 'আমি ১৭ বছর ধরে কাজ করছি, কিন্তু কখনও অনস্ক্রিন চুম্বন করিনি। আমার কনট্রাক্টে কোনও ঘনিষ্ঠ দৃশ্যের চুক্তি ছিল না। এমন কোনও দৃশ্যে কখনও অভিনয় করিনি আমি। তুমিই প্রথম মানুষ যাকে আমি পর্দায় চুম্বন করব।' বিজয় কথাটা শুনে ধন্যবাদ দিয়েছিলেন কেবল।
অন্যদিকে এক সাক্ষাৎকারে তমন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'সবকিছু'। এরপর নায়িকা বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'
সেই সাক্ষাৎকারে বিবাহ নিয়েও মুখ খোলেন তমন্না। তিনি বলেন, 'বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। যখন আপনি একজন মানুষকে পছন্দ করছেন, সেই সঙ্গে সঙ্গে, তাঁর পরিবারটাকেও পছন্দ করছেন, ভালবাসছেন। যে পরিবারে একটা মানুষ জন্মায়, বড় হয়, তার ওপর তার কোনও হাত থাকে না। কিন্তু যখন সে তার জীবনসঙ্গীকে পছন্দ করতে যায়.. সেটার ওপর তার অধিকার আছে। আর তাই, জীবনসঙ্গীকে পছন্দ করা আর পরিবারকে পছন্দ করা সমান।'