কলকাতা: পর্দায় তাঁর চরিত্র আর বাস্তবে তাঁর ভাবনার মধ্যে বিশেষ অমিল নেই। পর্দার চরিত্রের মতো তিনিও বিশ্বাস করেন, বিয়ের পরে মেয়েদের নিজের পদবী বদলানোর প্রয়োজন নেই। কেন? কারণ তিনি নিজেও নিজের পদবী নিয়ে চলতেই ভালোবাসেন.. এসভিএফের প্রযোজনায় নতুন ছবি 'কুলের আচার'-এ সেই পদবী পরিবর্তনের গল্প বলতেই প্রথমবার পর্দায় মধুমিতা সরকার (Madhumita Sarcar)-এর সঙ্গে জুটি বাঁধলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)


প্রথমবার কাজ করার কেমন অভিজ্ঞতা হল মধুমিতার সঙ্গে? এবিপি লাইভকে (ABP Live) বিক্রম বলছেন, 'মধুমিতা নিজের কাজটা নিয়ে খুব ভাবনাচিন্তা করে। সহ অভিনেতা ভালো হলে নিজের চরিত্রটাও খুব ভালো করে ফুটিয়ে তোলা যায়। তবে হ্যাঁ, অফ ক্যামেরা আমরা গোটা ইউনিটের সঙ্গে প্রচন্ড মজা, খুনসুটি করেছি। আমি আর মধুমিতা দল বেঁধে সবাইকে রাগাতাম, খুনসুটি করতাম। যেদিন শ্যুটিং শেষ হল, সবাই বোধ হয় হাঁফ ছেড়ে বেঁচেছিল।'


পর্দায় তাঁরা ছাড়াও আরও এক জুটি ছিলেন। ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) ও সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)। সিনিয়র অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কী কী শিখলেন? বিক্রম বলছেন, 'আমি আর নীলদা সেই 'ইচ্ছেনদী' ধারাবাহিক থেকে একসঙ্গে কাজ করছি। তারপর 'তানসেনের তানপুরা', 'রুদ্রবীণার অভিশাপ'-এও কাজ করলাম। তারপর 'কুলের আচার'। ওঁর সঙ্গে আমার একেবারে নিজের দাদার মতোই সম্পর্ক। পর্দায় অবশ্য উনি আমার বাবার ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে ইন্দ্রাণীদির সঙ্গে আমার প্রথম কাজ। উনিও কাজটা খুব সাবলীলভাবে করিয়ে নিতে পারেন।'


পর্দায় বিক্রমের চরিত্র পদবী বদলানো নিয়ে গোঁড়া নয়, আর বিক্রম নিজে? অভিনেতা বলছেন, 'কেবল আমার নয়, আমার মনে হয় গোটা প্রজন্মেরই একই মতামত হবে। পদবী পরিবর্তনের তো প্রয়োজন নেই বটেই, বিয়ের পরে মেয়েদের বেশ কিছু অনর্থক নিয়ম মানতে হয় পোশাক বা সময়ে বাড়ি ফেরা নিয়ে। আমি সেই সব কিছুরও ঘোর বিরোধী। তবে হ্যাঁ, যদি আমার স্ত্রী বিয়ের চিহ্ন হিসেবে সিঁদুর পরেন আর আমাকেও বিয়ের চিহ্ন হিসেবে কিছু একটা পরতে বলেন, যেমন ধরুন কড়া, আমি সানন্দে সেই নিয়ম মেনে চলব। খালি যেন একটু স্টাইলিশ লাগে।'


আরও পড়ুন: Riddhi Sen Exclusive: 'পর্দায় রোম্যান্টিক দৃশ্য, কাট বললেই হেসে ফেলতাম আমি আর শুভশ্রীদি'


স্ত্রীর মন রাখার পরিকল্পনা এখনই! বাস্তব জীবনে বিয়ে নিয়ে কী ভাবছেন বিক্রম? হেসে ফেলে অভিনেতার উত্তর, 'বিয়ে যদি পরিকল্পনা করে হত, একদিনে তো আমার বিয়ে হয়ে যাওয়াই কথা। কাউকে তো আমায় বিয়ে করতে রাজি হতে হবে! এখনও কোনও পরিকল্পনা নেই, ভবিষ্যতে কেউ আমায় বিয়ে করতে রাজি হলে অবশ্যই বিয়ে করব।'