এক্সপ্লোর
Advertisement
হাঁটতে অসুবিধে, গৌরির লম্বা গাউন সামলাতে হাত লাগালেন শাহরুখ, ভাইরাল ভিডিও
তাঁর প্রবেশকে এককথায় বলাই যায়, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি। কালো ঝলমলে পোশাকে দুজনেই হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্র।
মুম্বই: তিনি পার্টিতে দেরীতে ঢোকেন, এই অভিযোগ শাহরুখের বিরুদ্ধে বরাবর। সোমবারও তার অন্যথা হল না। মুম্বইয়ে এক ফ্যাশন ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত এক তারকাখচিত সন্ধ্যায় তিনি এলেন সবার শেষে। কিন্তু তাঁর প্রবেশকে এককথায় বলাই যায়, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি। কালো ঝলমলে পোশাকে দুজনেই হয়ে উঠলেন আকর্ষণের কেন্দ্র।
ট্রেন্ডস লিস্টে বলিউডের সবথেকে স্টাইলিশ যুগলের তকমা পেলেন শাহরুখ-গৌরি। সেই সঙ্গে ভাইরাল হল তাঁদের একটি ভিডিও। গৌরি পরেছিলেন লম্বা একটি গাউন। হাঁটার সময় আরেকটু হলেই হোঁচট খেতেন। পেছনে ছিলেন সহযোগীরাও। কিন্তু তা সত্ত্বেও গৌরির হাঁটার সুবিধের জন্য পোশাকটি সামলাতে হাত লাগালেন শাহরুখ! এই ভিডিও আপলোড হওয়ার সাথে-সাথেই ভাইরাল হল বাদশা-অনুরাগীদের মধ্যে।
অনুষ্ঠানে হাজির ছিলেন অক্ষয়, হৃতিক, ক্যাটরিনা, অনুষ্কা, শিল্পারাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement