নয়াদিল্লি: সম্প্রতি একটি ভিডিও বিপুলভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral)। বিশেষত ইনস্টাগ্রাম বা ট্যুইটার খুললে দেখা যাচ্ছে রাতের মুম্বইয়ে, রাস্তায় মত্ত অবস্থায় সানি দেওল ('Drunk' Sunny Deol)। তাঁকে দেখতে পেয়ে ধরে নিজের অটোতে বসাচ্ছেন এক চালক। পোস্ট হতেই হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। একাধিক জাতীয় সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও এই ভিডিও পোস্ট করে। তবে জানেন কি, আসলে এই ভিডিও ভুয়ো? মানে অভিনেতা সত্যি সত্যি মদ্যপ ছিলেন না, এক দৃশ্যের শ্যুটিং চলাকালীন রেকর্ড করা হয় এই ভিডিও। 


ব্যাপারটা ঠিক কী?


বলিউডের তারকা অভিনেতা ও বিজেপি (BJP MP) নেতা সানি দেওলের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ভাইরাল হয়। রটে যায়, মুম্বইয়ের জুহুর সার্কেল এরিয়ায় মদ্যপ অবস্থায় রাতের বেলা অসংলগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। ভিডিওয় দেখা যায় সোজাও হাঁটতে পারছিলেন না তিনি ঠিক করে। এরপর এক অটোরিক্সা চালক তাঁকে দেখতে পেয়ে তাঁর যানের ভিতর বসতে বলেন। অনেক কষ্টে শুধু সেটুকুই করতে পারেন অভিনেতা। 


একাধিক অনুরাগীরা এই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন এবং সেখানে দাবি করতে থাকেন যে বিজেপি সাংসদ মুম্বইয়ের রাস্তায় মদ্যপ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমনই একটি পোস্টে প্রায় ৮৭০০ ভিউজ হয়ে গিয়েছিল, যা অবশ্যই বেড়ে চলেছে। ক্যাপশনে লেখা হয়েছিল, 'সানি দেওল মদ্যপ?' একজন লেখেন, 'ওঁর কী সমস্যা?' অনেকেই এই ভিডিও দেখে ক্ষোভপ্রকাশ করেছেন। অনেকেরই কথায়, 'পরেরবার বুঝেশুনে ভোট দিন'। উত্তর ভারতের পাঞ্জাবের গুরদাসপুরের বিজেপির এমপি হলেন সানি দেওল। তাঁকে শেষ দেখা গিয়েছিল হিন্দি ছবি 'গদর ২'-এ। 


এই ভিডিও নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন অভিনেতা স্বয়ং এসে সমস্ত জল্পনার অবসান ঘটালেন। তাঁর 'দায়িত্বজ্ঞানহীন' আচরণের জন্য নিন্দা জানিয়ে ভিডিওটি যাঁরা পোস্ট করেন তাঁরাও অনেকে দুঃখপ্রকাশ করেছেন। 


আসলে কী ঘটেছে?


সোশ্যাল মিডিয়ায় প্রবল পরিমাণে ভাইরাল হওয়া সানি দেওলের 'মদ্যপ' ভিডিওটি আসলে কী? অনেকেই আবার এই ভিডিওটিকে 'পাবলিসিটি স্টান্ট' বলেও অভিহিত করেন। 


৬ ডিসেম্বর, নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে এই বিষয়টি পরিষ্কার করে দেন সানি দেওল। তিনি আসলে একটি শ্যুটিংয়ের 'বিহাইন্ড দ্য সিনস' ভিডিও পোস্ট করেন যেখানে তিনি মত্ত ব্যক্তির চরিত্রে অভিনয় করছিলেন। অন্যদিক থেকে রেকর্ড করা একই ভিডিও পোস্ট করে তিনি দেখান যে তাঁকে ঘিরে ছিলেন ক্রুয়ের একাধিক সদস্য, তাঁদের মধ্যে ক্যামেরাপার্সনরাও ছিলেন। তাঁদের মধ্যে একজনকে কিউ দিতেও শোনা যায়। এই ভিডিওর সঙ্গে হিন্দিতে সানি দেওল লেখেন, 'গুজবের 'সফর' কেবল এই পর্যন্তই ছিল'। তাঁর ক্যাপশন পড়ে অনেকেরই মত, এটি তাঁর আগামী ছবি 'সফর'-এর (Safar) দৃশ্য। 


 






যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটি অভিনেতা নিজে পোস্ট করেছেন, দুটিতেই তাঁকে একই পোশাক, একই ব্যান্ড ও একই ঘড়ি পরে দেখা যায়। ফলে এটি যে তাঁর শ্যুটিংয়েরই ভিডিও তা স্পষ্ট। 


আরও পড়ুন: 'Panchayat' Season 3: ফিরছেন অভিষেক ত্রিপাঠী, আরও এক ধাপ এগোবে 'পঞ্চায়েত'-এর গল্প, প্রকাশ্যে তৃতীয় সিজনের লুক


সংবাদ সংস্থার পিটিআই সূত্রে খবর, 'সফর' ছবিটি একেলন প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয় প্রযোজনা সংস্থার এক কর্মী বিশাল রানা নিশ্চিত করেন যে ভিডিওটি 'সফর' ছবিরই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।