এক্সপ্লোর
Advertisement
বিরাট কোহলি-অনুষ্কা শর্মার কি বিয়ে হয়ে গিয়েছে? কেন এমন মনে হচ্ছে, পড়ুন
ইতালি: গোটা মিডিয়া জুড়ে এখন একটাই খবর শিরোনামে রয়েছে, সেটা হল বিরাট কোহলি-অনুষ্কা শর্মার বিয়ে। প্রথমে তাঁদের আচমকা এত শীঘ্র বিয়ের খবরে চমকে যায় গোটা ভারত। তারপর তাঁদের স্বপ্নের মতো বিয়ের আসর ইতালির তাস্কানিতে। অবশেষে শোনা যাচ্ছে বিয়ে হবে না, ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে বিরুষ্কার।
প্রসঙ্গত, অনেকে যখন বলছে ১২ অথবা ১৬ ডিসেম্বর বিয়ে হবে বিরুষ্কার। তখন অপর এক সূত্র বলছে, তাঁদের বিয়ে এরমধ্যেই হয়ে গিয়েছে।যদিও এখবর এখনও নিশ্চিত নয়, তবে যদি বিভিন্ন গোপন ও বিশ্বস্ত সূত্রের কথা বিশ্বাস করতে হয়, তাহলে বিরুষ্কার বিয়ে হয়ে গিয়েছে। শনিবার এই বিয়ে সম্পন্ন হয়েছে। এক ক্রীড়া সাংবাদিকের টুইট থেকে অন্তত বিয়ের খবরই জোরদার হচ্ছে। তবে সেই সাংবাদিকের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ওই সাংবাদিকের টুইট অনুযায়ী, শনিবার বিয়েটি হয়েছে। সেক্ষেত্রে জল্পনা যেটা ছিল সেই ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যেই বিয়েটা হয়েছে। যদিও অন্য সূত্রের দাবি, ডিসেম্বরের ১৫ তারিখ বিয়ে হচ্ছে বিরুষ্কার। যে রিসর্টে বিয়ে হচ্ছে তার নাম বর্গো ফিনোচিটো। জানা গিয়েছে, এই রিসর্টে ৯ থেকে ১২ তারিখ কোনও ঘর খালি নেই, কোনও বুকিংও নেওয়া হচ্ছে না।
এদিকে অপর এক সূত্র থেকে জানা গিয়েছে, উত্তরাখণ্ডে এক গুরুজীর আশ্রমে অনুষ্কা কোনও শুভ অনুষ্ঠানের আগে সবসময়ই যান। নভেম্বরের শেষসপ্তাহেও নাকি অনুষ্কা হরিদ্বারের ওই আশ্রমে গিয়েছিলেন। তারপর গত ২ ডিসেম্বর, ওই গুরুজী কোনও অনুষ্ঠানের প্রস্তুতির জন্যে দেশের বাইরে চলে যান। আগামী ১৫ তারিখ তিনি দেশে ফিরবেন। সবরকম ভাবেই বিয়েটি যে এই কয়েকদিনের মধ্যেই হয়েছে বা হচ্ছে, সেটা বলাই বাহুল্য।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement