এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে বিয়ে করতে পারেন বিরাট-অনুষ্কা, খবর সংবাদমাধ্যম সূত্রে
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর অভিনেত্রী বান্ধবী অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে জল্পনা অব্যাহত। এর আগে শোনা গিয়েছিল, তাঁরা ইতালির মিলানে বিয়ে করতে চলেছেন। কিন্তু এখন সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট-অনুষ্কা।
একটি ওয়েবসাইট অনুসারে, মিলানে হিন্দু রীতি মেনে বিরাট-অনুষ্কার বিয়ে হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু এখন জানা গিয়েছে, অনুষ্কা মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদন জানিয়েছেন। এ মাসের ১২, ১৮, ২১ ও আগামী জানুয়ারি মাসের ৫ তারিখ বিয়ের সম্ভাব্য দিনের কথা জানান অনুষ্কা। এ মাসের ১২ বা ১৮ তারিখ তাঁদের বিয়ে হতে পারে।
বিরাট ও অনুষ্কার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সম্প্রতি অনুষ্কার বাড়িতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল। তিনিই অনুষ্কার বিয়ের পোশাক তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় দল এ মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। তার আগেই বিরাট-অনুষ্কার বিয়ে হয়ে যাবে বলে খবর। আরও শোনা যাচ্ছে, বিয়ের পর মুম্বইয়ে বিশেষ পার্টি দেবেন বিরাট-অনুষ্কা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement