এক্সপ্লোর
ইন্টারনেটে ভাইরাল বিরাট-অনুষ্কার দীপাবলী পালনের ছবি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের ছবিগুলি।

নয়াদিল্লি: দীপাবলী উপলক্ষ্যে ফটোশ্যুট করিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের ছবিগুলি।
Happy Diwali to everyone. May the Festival of Lights light up your lives and bring more love and peace to all 🙏😇❤️ pic.twitter.com/36Gr0aA6ae
— Virat Kohli (@imVkohli) October 27, 2019
ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করেছেন বিরাট। লিখেছেন, সকলকে দীপাবলীর শুভেচ্ছা। এই উৎসব আপনার জীবন আলোয় ভরে তুলুক, ভালবাসা ও শান্তি এনে দিক। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















