এক্সপ্লোর
Advertisement
চেক বাউন্স মামলায় আমিশা পটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাঁচি আদালতের
২০০০-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কহো না পেয়ার হ্যায়' –তে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী আমিশা পটেলের। সেই আমিশার বিরুদ্ধে তিন কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করল রাঁচির নিম্ন আদালত।
মুম্বই: ২০০০-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কহো না পেয়ার হ্যায়' –তে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী আমিশা পটেলের। সেই আমিশার বিরুদ্ধে তিন কোটি টাকার চেক বাউন্স মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করল রাঁচির নিম্ন আদালত।
বারবার হাজিরার সমন উপেক্ষা করার জন্য তাঁদের বিরুদ্ধে গত ৪ অক্টোবর ওই পরোয়ানা জারি করেছে আদালত। তবে টেকনিক্যাল সংক্রান্ত কারণের জন্য ওই পরোয়ানা গত ৯ অক্টোবর রাঁচি পুলিশের হাতে এসেছে বলে জানা গিয়েছে।
অমিশা ও তাঁর বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার কুণালের প্রযোজিত প্রথম সিনেমা 'দেশি ম্যাজিক' –এর জন্য নেওয়া ঋণ না মেটানোর মামলায় তাঁদের দুজনকে গত ৮ জুলাই এবং পরে ফের ১৭ জুলাই রাঁচির ওই আদালতে হাজিরা দেওয়া দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আরও একবার আদালত হাজিরার জন্য সমন জারি করে। কিন্তু আমিশা ও কুনাল গরহাজির থাকেন।
উল্লেখ্য, তিন কোটি টাকার চেক বাউন্স হওয়ার বিষয় সংক্রান্ত এই মামলা। তাঁদের প্রথম সিনেমা দেশি ম্যাজিক প্রযোজনার জন্য আমিশা ও কুণাল ২০১৮-র জানুয়ারিতে অজয় কুমার সিংহ নামে এক ফাইনান্সের কাছে আড়াই কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ।
এক প্রেস বিবৃতিতে অজয় কুমার সিংহ বলেছেন, ‘আমিশা ও তাঁর ব্যবসায়ের শরিক কুণাল সিনেমা তৈরির জন্য আড়াই কোটি টাকা নিয়েছিলেন। ২০১৮-তে সিনেমা মুক্তি পাওয়ার পর তাঁরা টাকা ফেরতের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সিনেমা ২০১৮-তে মুক্তি পায়নি। যখন টাকা ফেরত চাই, তখন আমিশা তিন কোটি টাকার চেক দিয়েছিলেন। কিন্তু ওই চেক বাউন্স করে। আমিশা ও তাঁর বন্ধু আমার ফোন কল উপেক্ষা করতে শুরু করেন। আমি যে আইনি নোটিশ পাঠাই, তাঁরা তারও কোনও জবাব দেননি। গত বছর আমি রাঁচি জেলা আদালতে অভিযোগ দায়ের করি। এখন রাঁচি আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement