এক্সপ্লোর
Advertisement
জসলীন মথারু গতবছর অনুপ জালোটার সন্তান গর্ভে ধারণ করেছিলেন? দাবি অপর এক মডেলের
মুম্বই: মাত্র দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল ৬৫ বছরের ভজন সম্রাট অনুপ জালোটার সঙ্গে তাঁর ২৮ বছরের গার্লফ্রেন্ড এবং বিগ বস প্রতিযোগী জসলীন মথারুর সম্পর্কের খবর। জসলীনের সঙ্গে ভজন শিল্পীর বয়সের তফাত মাত্র ৩৭ বছর। মডেলের খোলামেলা পোশাকের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, ভজন সম্রাট এবং তাঁর বর্তমান বান্ধবীর বয়সের ফারাক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বহু লোকের নজর কেড়েছিল। জানা গিয়েছে, বিগ বসের অন্দরেও এই জুটির সম্পর্ক নিয়ে নানা প্রতিযোগী নানা কথা বলছেন। এমনকি বিগ বস হাউসে অনুপের প্রতি জসলীনের বিশেষ যত্নশীল ব্যবহারও অনেকের বিরক্তির কারণ।
তবে এই সবকিছুকে ছাপিয়ে সামনে এল আরও এক চাঞ্চল্যকর খবর। আনিশা সিংহ শর্মা নামে এক মডেলের দাবি, জসলীন নাকি অনুপ জালোটার সন্তান গর্ভে ধারণ করেছিলেন গতবছর। পরে বাচ্চাটি গর্ভেই নষ্ট করে ফেলেন জসলীন, এক পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন মডেল আনিশা।এমনকি জসলীন নাকি একথাও আনিশাকে বলেছিলেন ভজন সম্রাটের অসাবধানতার জন্যেই এই ঘটনাটি ঘটে যায়।
ওই মডেলই আবার দাবি করেছেন, শিল্পী নাকি জসলীনের বিষয় সন্দেহপ্রবণও। তাঁর সন্দেহ ছিল, জসলীনের ব্রিটেনে একজন বয়ফ্রেন্ডও আছে।যদিও সেকথা অসত্য বলে জানিয়ে দেন জসলীন।
এদিকে জসলীনই এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, গত সাড়ে তিন বছর ধরে ভজন শিল্পীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই খবর শুনে অবাক হয়ে যান জসলীনের বাবা। তাঁর দাবি ছিল, এব্যাপারে তিনি কিছুই জানতেন না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement