এক্সপ্লোর
Advertisement
দীপিকাকে চকলেট কেক খাইয়ে দিচ্ছেন হৃতিক, ভাইরাল ভিডিও
দীপিকা পাড়ুকোনকে নিজের হাতে চকলেট কেক খাইয়ে দিচ্চেন গ্রীক গড হৃতিক রোশন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। হৃতিকের সর্বশেষ ছবি 'ওয়ার'-এ নায়কের অভিনয়ের প্রশংসা করেছিলেন দীপিকা।
মুম্বই: দীপিকা পাড়ুকোনকে নিজের হাতে চকলেট কেক খাইয়ে দিচ্চেন গ্রীক গড হৃতিক রোশন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। হৃতিকের সর্বশেষ ছবি 'ওয়ার'-এ নায়কের অভিনয়ের প্রশংসা করেছিলেন দীপিকা। হৃতিকের পারফরম্যানন্স কে অন্যতম জনপ্রিয় মিষ্টি 'ডেথ বাই চকলেট'- এর সঙ্গে তুলনা করেছিলেন তিনি। একটি টুইটে দীপিকা লেখেন, 'ওয়ার-এ হৃতিকের পারফরম্যানন্স কর্নার হাউসের ডেথ বাই চকলেটের মতো।'
সম্প্রতি সেলেব্রিটি ম্যানেজার রোহিনী লেয়ারের বাড়ির পার্টিতে একসঙ্গে দেখা যায় দীপিকা ও হৃতিককে। সেখানে দীপিকাকে নিজের হাতে চকলেট কেক খাইয়ে দেন নায়ক।তারপর সেই কেক খান নিজেও। কেক খাওয়ানোর সময় মাথায় একটি ট্যাও ও ব্যালেন্স করে রাখেন দীপিকা।
এই ভিডিওটি সামনে আসতেই ভক্তদের মন কেড়ে নেয়। কেউ লেখেন, 'ওনাদের থেকে চোখ সরানো যাচ্ছে না'। আবার কেউ আবদার করেন একসঙ্গে রূপোলি পর্দায় আসার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement