এক্সপ্লোর
দেখুন: শাহরুখ এক ডাচ নাগরিককে বলতে শেখাচ্ছেন ‘কাচ্চা পাপড়, পাক্কা পাপড়’!

মুম্বই: শাহরুখ খান যেখানে থাকেন, সেখানেই কিছু না কিছু ঘটছে। ৫০ বছরের নায়ক এবার এক ডাচ নাগরিকের হিন্দির ক্লাস নিলেন। ইনস্টাগ্রামে শাহরুখ পোস্ট করেছেন দুর্দান্ত মজার এই ভিডিও। হিন্দি টাং টুইস্টারের ঠেলায় ডাচ ভদ্রলোক যথেষ্ট নাজেহাল, তবে বিষয়টি হালকাভাবে নিয়েছেন তিনিও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















