সম্প্রতি রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে লকডাউনের সময় নিজের অনুভূতির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘লকডাউনের সময় আমি অত্যধিক নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আমার কাজ, হৃদয়, দেহ, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তবে আমি বুঝতে পারি, সবকিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই যেগুলি নিয়ন্ত্রণ করতে পারি, শুধু সেগুলিই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নিজের সেরাটা বের করে আনতে হবে। আমি বলতে চাই, নিরাপত্তাহীনতাকে শক্তিকে পরিণত করতে হবে। কেউ যদি বলে, তুমি একটু বেশিই কালো, প্রচণ্ড রোগা বা তোমার চোখ অনেক বড়। শুধু নিজের উপর ভরসা রাখতে হবে এবং শেষপর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। নিরাপত্তাহীনতা আসবে-যাবে, নিজের যোগ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে।’
এরপর ‘পুষ্প’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে । দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। ছবিটি নিয়ে এখন থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।