কলকাতা: ওটিটি প্ল্যাটফর্ম 'মোজোপ্লেক্স'-এ স্ট্রিমিং শুরু হয়েছে 'স্লিপার সেল' ওয়েব সিরিজের। অভিনয়ে শ্রদ্ধা দাস, দীপাঞ্জন বসাক, সঞ্জনা বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্য়ায়, অভিষেক চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অনুভব কাঞ্জিলাল সহ প্রমুখ।
'সন্ত্রাস' এবং 'সন্ত্রাসবাদী' এই দুই শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এই সন্ত্রাস বা সন্ত্রাসবাদী, শুধু আমাদের দেশের নয়, গোটা পৃথিবীর সব থেকে বড় শত্রু। সময়ের সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে লড়াই শুরু করা হয়েছে। স্বাভাবিকভাবেই সন্ত্রাসবাদীরাও হার মানেনি। তারাও আক্রমণের নতুন নতুন পদ্ধতি বের করা শুরু করেছে। এগুলোর মধ্যে থেকে সবথেকে ভয়ঙ্কর পদ্ধতি হল - 'স্লিপার সেল'।
স্লিপার সেল ঠিক কী? স্লিপার সেল হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে সন্ত্রাসবাদীরা আমাদের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকে। তাদের আচরণ দেখে আমরা কোনওদিন তাদেরকে সন্দেহ করতে পারিনা। কেউ হয়তো আমাদের পাড়ার বিলু দা, কেউ পাড়ায় চায়ের দোকান চালান, বা কারও হয়তো বড় রেস্তোরাঁ রয়েছে। তাদের সন্দেহ করার বিন্দুমাত্র অবকাশ তারা দেয় না। আর এটারই সুযোগ নিয়ে তারা আচমকা আক্রমণ করে জন সাধারণের উপর। গোটা পৃথিবী জুড়ে এই স্লিপার সেলগুলোকে ধ্বংস করার অবিরাম চেষ্টা করে চলেছে বিভিন্ন এজেন্সিগুলো। স্লিপার সেলগুলোকে ধ্বংস করার এমনই এক চেষ্টার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ, 'স্লিপার সেল'।
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনওদিনই সহজ হতে পারে না। সাহস এবং দেশের প্রতি অগাধ ভালবাসা ছাড়া এই লড়াই অসম্ভব। সাহস এবং দেশের প্রতি ভালবাসার এমনই এক গল্প নিয়ে এসেছে ওয়েব সিরিজ - 'স্লিপার সেল'।
আরও পড়ুন: Jersey song: রোম্যান্টিকতায় ভরপুর, শাহিদ-ম্রুণাল জুটির 'জার্সি' ছবির নতুন গান দেখেছেন?