২০১৯ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'নগর কীর্তন'। সমকামী প্রেম ছিল এই ছবির মুখ্য় বিষয়। 'নগর কীর্তন'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন। নয় নয় করে চার চারটি জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিল এই ছবি। এবার এই ছবির কথাই উঠে এল ঋদ্ধির ইন্সটাগ্রাম পোস্টে।
সিনেমার এই ছবি শেয়ার করে ঋদ্ধি লেখেন, To a word called ‘love’ which is nameless , Happy Valentine’s Day everyone ! @ritwickchak_
ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেনের পাশাপাশি একটি উল্লেখযোগ্য় চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন বিদীপ্তা চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য়, চোখে কাজল-মাসকারা, ঠোঁটে লিপস্টিক, পায়ে ব্লক হিলস পরে বৃহন্নলার চরিত্রে ঋদ্ধির অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। পুরুষ থেকে ‘মহিলা’ হয়ে উঠতে যা কিছু প্রয়োজন- হাত পা নাড়া বা হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা বা মুখভঙ্গি, এমনকি মানসিক যন্ত্রণা- সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো নিখুঁতভাবে রপ্ত করে পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋদ্ধি সেন।এই চরিত্রের জন্য়ই শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ঋদ্ধি জানিয়েছিলেন ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিটি দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি।
অন্যদিকে, মধুর চরিত্র ঋত্বিক চক্রবর্তী অভিনয় চোখে জল এনে দেয়। গল্প যত এগোয়, মনে হয় মধুর মতো এমন কত প্রেমিক ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে।মধু একজন স্বল্প রোজগারের ছেলে। চালচুলোহীন, তবু একরাশ স্বপ্ন বুকে বেঁধে রেখেছে সে। মধুর গা-ছাড়া ভাবটাই তাঁকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। সমাজের ‘রূপান্তরকামী’ যে সব মানুষদের এতদিন দূরে সরিয়ে রাখা হয়েছে, তাদের দুঃখ-কষ্টটা ফুটে উঠেছিল এই ছবির পরতে পরতে। খুব সাধারণ ভাবে একটি অসাধারণ প্রেমের কথা বলেছিলেন পরিচালক। সেখানে কীর্তন, রাধা কৃষ্ণ, চৈতন্যের প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে বারবার।
আরও পড়ুন...ব্য়াঙ্ক ম্য়ানেজারের সঙ্গে সম্পর্কে জড়ালেন লাবনি সরকার, বাধা হয়ে দাঁড়ালেন সমদর্শী
ভালবাসার এই দিনে ঋদ্ধি এই পোস্ট যে বিশেষভাবে অর্থবহ, তা বলাইবাহুল্য়।