এক্সপ্লোর
Advertisement
মিম বিতর্কে বিবেক ওবেরয়, এবার নিন্দায় সরব অনুপম খের
মহিলাদের অসম্মান করেছেন বিবেক, এই অভিযোগ তুলেছে বলিউডের একাংশ। এবার, সেই দলে যুক্ত হল আরেকটি নাম – অনুপম খের।
মুম্বই: ক্ষমা চেয়ে নিলেও মিম-বিতর্ক পিছু ছাড়ছে না বিবেকের। ঐশ্বর্য রাইয়ের অতীত-বর্তমান সম্পর্ককে নির্বাচনের ওপিনিয়ন পোল ও এক্সিট পোলের সঙ্গে মিলিয়ে যে মিম পোস্ট করেন বিবেক, তা নিয়ে তোলপাড় বলিউড।নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে মশকরা করায়, বিবেককে একহাত নিয়েছেন বলিউডের অনেকেই। মহিলাদের অসম্মান করেছেন বিবেক, এই অভিযোগ তুলেছে বলিউডের একাংশ। এবার, সেই দলে যুক্ত হল আরেকটি নাম – অনুপম খের। তিনি বলেছেন, ঐশ্বর্যার ব্যক্তিগত জীবন নিয়ে এই মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিবেক নিম্নরুচির পরিচয় দিয়েছেন।
Even if one woman is offended by my reply to the meme, it calls for remedial action. Apologies🙏🏻 tweet deleted.
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 21, 2019
এই বিষয়ে প্রশ্ন করা হলে, অনুপম খের বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা।’
অনুপম তাঁর আগামী ছবি ‘ওয়ান ডে’র ট্রেলার লঞ্চে এসে এই মন্তব্য করেন। ওই ছবিতে তাঁর সহ অভিনেত্রী ঈশা গুপ্তও বিবেকের নিন্দা করেন। ঈশা বলেন, ‘এই মিমে একটি বাচ্চাকেও (আরাধ্যা) জড়ানো হয়েছে। যা আদৌ সুস্থ রুচির পরিচয় নয়। এর মাধ্যমে বোঝা যায়, কেমন এই ব্যক্তি।’
প্রসঙ্গত বলা যায়, অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগে অ্যাশের সম্পর্ক ছিল বিবেক ওবেরয় ও সলমন খানের সঙ্গে। এই নিয়ে সিনেটাউনে চর্চারও শেষ ছিল না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement