এক্সপ্লোর
Advertisement
খিদে পেলে আমার থেকে রুটি কেড়েও খেয়েছে সলমন ভাই: বরুণ ধওয়ান
মুম্বই: একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হওয়া সেলিব্রিটি চ্যাট শোতে সম্প্রতি অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছিলেন বরুণ ধওয়ান। সেখানেই তিনি শেয়ার করলেন তাঁর জীবনের নানা মুহূর্তের কথা। বলেছেন তাঁর সঙ্গে তারকা অভিনেতা সলমন খানের কেমন সম্পর্ক ছিল, তাও।
ওই সাক্ষাত্কারেই বরুণ বলেছেন, ভাইজান একসময় তাঁর মাকে লালি মা বলে ডাকতেন। এমনকি তাঁর মায়ের হাতের রান্না তারকা অভিনেতার ভীষণ প্রিয় ছিল। সেই খাবার রুটির মতো সাধারণ খাবারও হতে পারে। একদিন খিদে পাওয়ায় সলমন তাঁর থেকে টিফিনে রুটি কেড়ে খেয়ে নেন।
অনেকেই বরুণকে চেনেন হাস্যরসবোধ এবং কৌতুকপূর্ণ স্বভাবের তরুণ হিসেবে। এই সেলিব্রিটি চ্যাট শোতে বরুণকে অনেকটা সেভাবেই দেখা যাবে। এই মুহূর্তে 'জুড়ুয়া-২'র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তাপস্বী পান্নু। এই ছবিটি সলমন খান অভিনীত ১৯৯৭ সালের 'জুড়ুয়া' ছবির সিকুয়েল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
ক্রিকেট
Advertisement