মুম্বই: আজ জন্মদিন বর্ষীয়ান অভিনেত্রী তনুজার (Tanuja)। বাংলা এবং বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বহু বার। দুই কন্যা তনুজার। কাজল এবং তনিশা, দুজনেই বলিউডে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়েছেন। ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটা দিয়েছে তনুজার। স্বামী সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ। দুই মেয়েকে বড় করে তোলা। এক সাক্ষাৎকারে কাজল (Kajol) জানান যে, কীভাবে তনুজা তাঁকে সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।
মা-বাবার বিচ্ছেদ প্রসঙ্গে কাজল-
এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজল বলেন, 'আমার মায়ের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল। এর কারণ শুধুই তিনি আমার মা, এমনটা নয়। বরং, তিনি অসাধারণ একজন মানুষ তাই আমার সঙ্গে সম্পর্কটা এতটা সহজ ছিল। তিনি নিজের জীবনে যা কিছু করেছেন আমার সঙ্গে শেয়ার করেছেন। যত পরিস্থিতিতে পড়েছেন, তা জানিয়েছএন। যাতে আমি সেই সমস্ত পরিস্থিতিগুলিতে পড়লে সঠিকভাবে সামলাতে পারি। আর যখন আমার মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ আসে, তখনও ঠিক সেভাবেই আমাকে জানানো হয়েছে। কারণ, সেই সিদ্ধান্তটা মা এবং আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। মা আমার সামনে বসেন। আমাকে সমস্ত কিছু খুলে বলেন। আমার সঙ্গে আলোচনা করেন। আমাকে বোঝান কেন এই সিদ্ধান্ত নেওয়া। এরপর আমার নিজের বোঝার সময় দেন। আমার উত্তর পাওয়ার অপেক্ষায় থাকেন। দেখেন আমি কী সিদ্ধান্ত নিচ্ছি।'
আরও পড়ুন - Raju Srivastava Love Story: স্ত্রী শিখার সঙ্গে কেমন ছিল রাজু শ্রীবাস্তবের লভ স্টোরি?
কাজল আরও বলেন, 'আমার আর আমার মায়ের সম্পর্কটা অত্যন্ত সুন্দর। এটা খুবই শক্তিশালী একটা সম্পর্ক। তবে, কোন ছবিটা করব, বা ছবিটা আদৌ করব কিনা, সে বিষয়ে কখনও নিজের মত আমার উপর চাপিয়ে দেননি। বরং, সেই সিদ্ধান্তটা আমি একাই নিয়েছি।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা অজয় দেবগন। প্রায় একই ডায়লগ বলতে দেখা যাচ্ছে তাঁকে এবং কাজলকে। পরিস্থিতিও প্রায় একই। তবে, ছবি দুটি আলাদা আলাদা। ভিডিওর একটি দৃশ্যে দেখা যাচ্ছে, কাজল ফোন কথা বলছেন। আর তাঁর হাতে সিগারেটের প্যাকেট রয়েছে। এক নার্স এসে তাঁকে জানান যে, ওই জায়গা ধূমপানের জন্য নিষিদ্ধ। কাজল তাঁকে উত্তরে বলেন, 'জ্বালিয়েছি কি?' ওই ভিডিওরই অন্য একটি অংশে দেখা যাচ্ছে, বাথরুমে অজয় দেবগনের ঠোঁটে সিগারেট রয়েছে। সেখানেই এক ব্যক্তি তাঁকে বলেন যে, ওই জায়গায় ধূমপান না করতে। অজয় তাঁকে উত্তরে বলেন, 'জ্বালাইনি তো!' কাজলের অভিনীত দৃশ্যটি তাঁর অভিনীত 'ত্রিভঙ্গ' ছবির। এবং অজয় দেবগনের অভিনীত দৃশ্যটি তাঁর প্রথম পরিচালিত ছবি 'রানওয়ে থার্টিফোর'-এর। ভিডিওটি পোস্ট করে অভিনেতা প্রশংসায় পঞ্চমুখ তাঁর অভিনেত্রী স্ত্রীর। তিনি লিখেছেন, 'আরে কাজল আমায় টেক্কা দিয়েছে।' পাল্টা উত্তর দিয়েছেন কাজলও।