লস অ্যাঞ্জলেস: জেমস ক্যামেরনের টাইটানিক (Titanic) ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও-র ( Leonardo Di Caprio) বদলে অন্য কেউ, ভাবা সম্ভব ? আজ্ঞে হ্যাঁ ভাবতে পারা সত্যিই হয়তো যায় না। তবে ঐতিহাসিক দৃষ্টান্ত করা এই রোমান্টিক ছবি থেকে লিওনার্দোকে সরিয়ে দিতে চেয়েছিলেন পরিচালক। জানলে সত্যিই অবাক হতে হয় !
৯৭-এ গোটা বিশ্বে সাড়া জাগিয়েছিল জেমস ক্যামেরনের এই টাইটানিক। আজও জ্যাক এবং রোজের মাঝের রসায়ন সমানভাবে আলোচিত হয়। তবে এমন ঘটনা সত্যিই ভাবতে পারা যায় না, যে এই ছবির থেকে লিওনার্দোকে বাদ দিতে চেয়েছিলেন জেমস ক্যামেরন। বলিউড-টলিউডে এমন ঘটনা প্রায়শই শোনা গেলেও লিওনার্দোর বদলে অন্য কাউকে টাইটানিকে ভাবতেই সত্যিই কষ্ট হত বই কি। মূলত কেট উইন্সলেটের সঙ্গে স্কিপট পড়া নিয়ে অস্বীকার করা নিয়ে যত কাণ্ড !
প্রসঙ্গত, ১০০ বছর আগে তলিয়ে গিয়েছিল স্বপ্নের এই জাহাজ। মহাসাগরের নীচে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। তারপরেও টাইটানিক নিয়ে আজও রয়েছে উৎসাহ আর হাজারো প্রশ্ন। গাঁট থেকে মোটা টাকা খরচ করে সেই ধ্বংসাবশেষ চাক্ষুষ করতেও ছুটে যান মানুষ জন। টাইটানিকের ধ্বংসাবশেষকে ঘিরে গড়ে ওঠে পৃথক পর্যটন শিল্পও। কিন্তু সেই টাইটানিক দর্শন ঘিরেই সম্প্রতি বিপত্তি বেধেছিল। পর্যটকদের নিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে গিয়েছিল আস্ত একটি ডুবোজাহাজ। এরপর আমেরিকা এবং কানাডা, দুই দেশ হন্যে হয়ে খুঁজে বেড়ায় সেটিকে।
১০০ বছর আগে তলিয়ে গিয়েছিল স্বপ্নের এই জাহাজ। মহাসাগরের নীচে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। তারপরেও টাইটানিক নিয়ে আজও রয়েছে উৎসাহ আর হাজারো প্রশ্ন। গাঁট থেকে মোটা টাকা খরচ করে সেই ধ্বংসাবশেষ চাক্ষুষ করতেও ছুটে যান মানুষ জন। টাইটানিকের ধ্বংসাবশেষকে ঘিরে গড়ে ওঠে পৃথক পর্যটন শিল্পও। কিন্তু সেই টাইটানিক দর্শন ঘিরেই সম্প্রতি বিপত্তি বেধেছিল। পর্যটকদের নিয়ে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে গিয়েছিল আস্ত একটি ডুবোজাহাজ। এরপর আমেরিকা এবং কানাডা, দুই দেশ হন্যে হয়ে খুঁজে বেড়ায় সেটিকে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আটলান্টিক মহাসাগরর ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। সম্প্রতি যে ডুবোজাহাজটি তার উদ্দেশে রওনা দিয়েছিল, সেটির নাম ছিল 'টাইটান সাবমার্সিবল'। একটানা ৯৬ ঘণ্টা পাঁচ সওয়ারিকে নিয়ে রওনা দেওয়ার ক্ষমতা বিশিষ্ট। তাতে চেপে টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শন, এবং গভীর সমুদ্রে বিচরণ করতে খরচ পড়েছিল মোটা টাকা। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি। কিন্তু এত কিছুর পরেও শেষ অবধি মর্মান্তিক ঘটনা ঘটেছিল।