কলকাতা:  সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) প্রযোজনা ব্যানার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর সহযোগিতায় তৈরি হয়েছে প্রেম কাহিনি 'বাওয়াল'। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু এক বিশেষ কারণে পিছিয়ে যাচ্ছে এই ছবি। 


বলিউডসূত্রে খবর, ২৮ জুলাই মুক্তি পাবে কর্ণ জোহরের (Karan Johar) ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি'। তাই এই ছবির সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ২১শে জুলাই ওটিটি প্ল্য়াটফর্ম অ্য়ামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পাচ্ছে এই ছবি।


প্রসঙ্গত, জানা গেছিল,  বরুণ ধবন ও জাহ্নবী কপূরের ছবি 'বাওয়াল' ( Bawaal)-এর প্রিমিয়ার হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ারে। এটিই প্রথম ভারতীয় ছবি যার প্রিমিয়ার আইফেল টাওয়ারে হওয়ার কথা ছিল।


আরও পড়ুন...


Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা


'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র মারফত খবর মেলে তখন, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। 


এর আগে ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল 'বাওয়াল' ছবির। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মারফৎ খবর, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর টাটকা জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 


অন্য়দিকে, কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত নতুন ছবি রকি অউর রানি কী প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani) নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর সিংহ (Ranbir Singh), শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly) মত তাবড় অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে। 


দর্শকের এই দুই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।