কলকাতা: চ্যালেঞ্জের নাম 'অ্যানিমাল' (Animal)। বক্স অফিসে (Box office) সাফল্যের স্বাদ ফিরে পেতে এই ছবিটিকেই এখন পাখির চোখ করেছেন রণবীর কপূর (Ranbir Kapoor)। ছবিটিকে ঘিরে ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের কী মত? দেখুন।


প্রায় ১ মাসের অপেক্ষা। ১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কপূর, রশ্মিকা মন্দানা, অনিল কপূর, ববি দেওল অভিনীত ছবি 'অ্যানিমাল'। রণবীর কপূরের হাতে এই ছবিটিই এখন তুরুপের তাস। বক্স অফিসে সাফল্যের স্বাদ পেতে এবার অ্যানিমালের ভরসাতেই রয়েছেন রণবীর। 


এদিকে ১ ডিসেম্বরেই আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে। মেঘনা গুলজার পরিচালিত, ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর। ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানেকশর বায়োপিক স্যাম বাহাদুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিক অ্যানিমাল মুখোমুখি হবে বক্স অফিসে। 


আরও পড়ুন...


বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল 'তেজস', ব্যর্থতার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে কঙ্গনার ফিল্মোগ্রাফিতে


২০২২-এ রণবীর কপূরের দুটি ছবি মুক্তি পেলেও কোনটিই ব্লক বাস্টার হয়নি। 'শমশেরা' তো মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। প্রায় ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি মুক্তির আগে প্রচুর হইচই হলেও মুক্তির পরে দেখা গেল ছবিটির বক্স অফিসের অঙ্ক আটকে গিয়েছে মাত্র ৬৮ কোটি টাকায়। এহেন লোকসানের বোঝা নিয়েই রণবীর উন্মুখ হয়ে ছিলেন আলিয়া ভাটের সঙ্গে তাঁর জুটির প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবার জন্য। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সেই ড্রিম প্রজেক্ট ঘিরেও প্রচুর চর্চা চলছিল। তবে বক্স অফিসের অঙ্ক বলছে, ছবিটির আয় মোটেই চোখ ধাঁধানো নয়। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি ৪৩১ কোটি টাকার ব্যবসা করেছিল। 


এবছর মার্চে শ্রদ্ধা কপূরের সঙ্গে জুটিতে রণবীরের আরও একটি ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' মুক্তি পায়। সেই ছবিটিও বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। সূত্র বলছে, প্রায় ২০০ কোটি টাকা বাজেটের ছবিটির আয়ের অঙ্ক ২২০ কোটি টাকা পেরিয়েছিল। 


বিনোদন দুনিয়ায় টিঁকে থাকার একটাই মন্ত্র। সাফল্য। বক্স অফিসের হাসিই সিনেমায় শেষ  কথা বলে। তাই রণবীর কপূরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে রণবীরের ভরসা পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার ট্র্যাক রেকর্ড। তাঁর হাতে দুটি দুর্দান্ত অ্যাকশন ড্রামা বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করেছে এর আগে। বিজয় দেবরাকোণ্ডা অভিনীত তেলুগু ফিল্ম 'অর্জুন রেড্ডি' এবম সেই ছবিটিরই হিন্দি রিমেক, শাহিদ কপূর অভিনীত কবীর সিং। মাত্র পাঁচ কোটি টাকা বাজেটের অর্জুন রেড্ডি প্রায় ৫৬ কোটি টাকার ব্যবসা করেছিল। আর ৬০ কোটি টাকা  বাজেটে তৈরি কবীর সিং বক্স অফিসে ৩৭৯ কোটি টাকার ব্যবসা করেছিল। সন্দীপ রেড্ডি ভঙ্গার অ্যানিমাল-এ অ্যাকশনের মাত্রা আরও বহুগুণ বেশি। আর সাম্প্রতিক সময়ে বক্স অফিসে একমাত্র অ্যাকশন ফিল্মগুলিই সাফল্যের মুখ দেখেছে। সেই স্রোতে ভেসেই এবার তিরে তরী ভেড়়ানোর স্বপ্ন দেখছেন রণবীর কপূর। 


অ্যানিমালের প্রি-টিজার থেকে টিজার মুক্তির পর ছবিটির কাহিনি কী হতে পারে, তা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা চলছে পুরোদমে। তার পাশাপাশি রণবীরের সঙ্গে রশ্মিকা মন্দানার অনস্ক্রিন কেমিস্ট্রিও ছবিটিকে ঘিরে কৌতুহল বাড়িয়েছে। অ্যানিমালের গান রিলিজের পরও তা বেশ জনপ্রিয়তা পেয়েছে। সলমন খান এবং ক্যাটরিনা কাইফের জুটিতে অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে রয়েছে, আর সেখানে অ্যানিমালের দ্বিতীয় গানটি রয়েছে ৩ নম্বরে।