এক্সপ্লোর
লতা মঙ্গেশকরের নাম করে অসংখ্য মানুষকে ঠকালেন এই মহিলা

মুম্বই: লতা মঙ্গেশকরের সই আর সিলমোহর জাল করে দিব্যি চলছিল টাকা তোলা। কিন্তু সন্দেহ হল একজনের। কানে গেল লতারও। বেমক্কা পর্দাফাঁস হয়ে গেল মুম্বইয়ের নাল্লাসোপারার বাসিন্দা রেবতী খারের। পুলিশ জানিয়েছে, মহেশ রাঠোর নামে একজন অভিযোগ করেন, রেবতী খারে নামে এক মহিলা লতা মঙ্গেশকরের সই ও সিলমোহর লাগানো নিমন্ত্রণের কার্ড বিলি করছেন। শহরের নানা অনুষ্ঠানে গিয়ে লোকজনের সঙ্গে দেখা করছেন তিনি, মঙ্গেশকর পরিবারের সঙ্গে নিজের সম্পর্কের কথা ফলাও করে বলছেন, তারপর নানা সমাজসেবামূলক কারণ দেখিয়ে টাকা তুলছেন। এই সব প্রকল্পের সঙ্গে লতাও জড়িত ধরে নিয়ে অনেকেই টাকা দিয়েছেন রেবতীকে। কিন্তু মুশকিল বাধে যখন টাকা চেয়ে রেবতী এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যিনি মঙ্গেশকর পরিবারকে ব্যক্তিগতভাবে চেনেন। তিনিই তাঁদের বিষয়টি জানান। সব কিছু জেনে লতা মঙ্গেশকর তাঁর পক্ষ থেকে ওই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের নির্দেশ দেন। জোচ্চুরি, জালিয়াতি ও লোক ঠকানোর উদ্দেশে জালিয়াতির অভিযোগে রেবতীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। তবে এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি, পুলিশ বোঝার চেষ্টা করছে, এখনও পর্যন্ত কতজনকে ঠকিয়েছেন ওই মহিলা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















