Yishaan Update: দীপাবলিতে একরত্তি ঈশানের ছবি পোস্ট যশের, দেখা গেল খুদের মুখ
Yishaan Update: দীপাবলিতে নুসরত প্রথম প্রকাশ্যে আনেন একরত্তি ঈশানের ছবি। লিখেছিলেন শুভ দীপাবলি। তবে ছেলের ছবি প্রকাশ্যে আনলেও দেখা যাচ্ছিল না খুদের মুখ। কিন্তু চমক রইল যশ দাশগুপ্তের ছবিতে। কী সেই চমক?
![Yishaan Update: দীপাবলিতে একরত্তি ঈশানের ছবি পোস্ট যশের, দেখা গেল খুদের মুখ Yash Dasgupta shares Yishaan's first front face picture on Instagram on Diwali Yishaan Update: দীপাবলিতে একরত্তি ঈশানের ছবি পোস্ট যশের, দেখা গেল খুদের মুখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/05/49349c5e4d39bf3a428c0d7f82efdecc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকাল, দীপাবলির সন্ধ্য়াতেই গাঢ় বেগুনি রঙা পোশাকে নজর কেড়েছিলেন যশরত। সোশ্যাল মিডিয়ায় 'শুভ দীপাবলি' লিখে ছবি পোস্ট করেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। নুসরত জাহানের পোস্টে ছিল আরও চমক। প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন একরত্তি ঈশানের ছবিও। দুহাত দিয়ে তিনি আগলে ধরে রয়েছেন ছোট্ট পুঁচকে ঈশান। ছবির ওপরে লিখেছিলেন শুভ দীপাবলি। কালীপুজোর দিনকেই ছেলের ছবি প্রকাশের দিন হিসাবে বেছে নেন নায়িকা সাংসদ। তবে দীপাবলির শুভেচ্ছা জানানো ছাড়া আর কোনও বার্তা দেননি অভিনেত্রী। ছেলের ছবি প্রকাশ্যে আনলেও দেখা যাচ্ছিল না খুদের মুখ।
এরপর গতকাল বেশ রাতের দিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি পোস্ট করেন যশ দাশগুপ্ত। অনুরাগীদের নজর কেড়েছে সেই ছবি। বেগনি রঙের পোশাকে এক খুদে শুয়ে রয়েছে অপর এক বাচ্চা ছেলের কোলে। খুদের কোলে চোখ বুজে সম্ভবত ঘুমিয়ে পড়েছে ঈশান। ক্যাপশনে লেখা 'ভাইয়ের ভালবাসা'। খুদের একরত্তিই তো ঈশান। নায়িকা সাংসদের পুত্র। অভিনেত্রী তাঁর পোস্ট করা ছবিতে খুদের মুখ প্রকাশ্যে না আনলেও, যশের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পুঁচকের মুখ। সকলেই থিম রং বেগুনি পোশাকে সাজিয়েছিলেন নিজেদের। বাদ পড়েনি ছোট্ট ঈশানও।
অন্যদিকে রাতের দিকে আরও একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'আজ রাতের মতো শেষ রাত...শুভ দীপাবলি আরও একবার।' সিক্যোয়েন্সের কাজ করা অলিভ সবুজ রঙের লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। চোখ ধাঁধানো সাজে মন কেড়েছেন অনুরাগীদের।
View this post on Instagram
আরও পড়ুন: Nusrat Jahan Update: পোশাকে রঙমিলান্তি, প্রথমবার ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন যশ-নুসরত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)