এক্সপ্লোর
Advertisement
'আজ সুশান্ত যা করেছে, কাল সঙ্গীতজগতের কেউও করতে পারে ', বিস্ফোরক সোনু নিগম
''আমায় তো অনেক গান গাইয়েও,. তারপর তা আবার গাওয়ানো হয়েছে অন্য শিল্পীদের দিয়ে, কারণটা বুঝতেই পারছেন'', বিস্ফোরক সোনু।
মুম্বই: 'আজ সুশান্ত সিংহ রাজপুত, এক অভিনেতার মৃত্যু হয়েছে, কাল এই খবর মিউজিক ইন্ডাস্ট্রির কারও থেকে আসতে পারে', অভিনেতার মৃত্যুর পর সঙ্গীত জগতে ' রাজনীতি' নিয়ে বিস্ফোরক সোনু নিগম।
শুধুমাত্র অভিনয় জগতেই নয়, মিউজিক ইন্ডাস্ট্রিতে বরং আরও জটিল রাজনীতি হয়ে থাকে, অভিযোগ সোনুর। বলিউডে গানের দুনিয়ার রাশ এখন দুটি মিউজিক কোম্পানির হাতে, তারাই ঠিক করেন কে গাইবে , কাকে সরে যেতে হবে প্লে-ব্যাক থেকে।
সোনুর কথায়, মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও বড় মাফিয়ারাজ চলে। অনেকসময় সুরকার পছন্দ করা সত্ত্বেও মিউজিক কোম্পানি শেষ মুহূর্তে না বলে দেয়।
শুধু তাই নয়, সলমনের নাম না করেই তাঁকে একহাত নেন সোনু। তিনি বলেন, আজকাল যে অভিনেতার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠছে, তিনি তো গানের জগতেও যথেষ্ট প্রভাব খাটিয়ে থাকেন, অপছন্দের মানুষদের গাইতে দেন না। অরিজিৎ সিংয়ের সঙ্গেও তিনি এমনটা করেছেন। অভিযোগ সোনুর।
''আমায় তো অনেক গান গাইয়েও, তারপর তা আবার গাওয়ানো হয়েছে অন্য শিল্পীদের দিয়ে, কারণটা বুঝতেই পারছেন'', বিস্ফোরক সোনু।
তাঁর কাছে বহু নতুন ছেলেমেয়ে একরাশ হতাশা নিয়ে ফোন করেন, কথা বলেন...জানায় কীভাবে শেষ মুহূর্তে বাদ পড়ছেন তাঁরা। কারা নিয়ন্ত্রণ করছে প্লে-ব্যাক সিঙ্গারদের ভাগ্য।
ভিডিও বার্তার মাধ্যমে গানের দুনিয়ার দুই শিবিরকে বার্তা দেন সোনু....''প্লিজ এমন করবেন না, অভিশাপ, চোখের জল এগুলো কিন্তু খুব খারাপ।''
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement