এক্সপ্লোর
Advertisement
জায়রা ওয়াসিম কাণ্ড: গ্রেফতার অভিযুক্ত, স্ত্রীর অভিযোগের আঙুল অভিনেত্রীর দিকেই
মুম্বই: অভিনেত্রী জায়রা ওয়াসিম নিগ্রহের মামলায় একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম বিকাশ সচদেব, পেশায় ব্যবসায়ী। পুলিশ আজ আদালতে তুলবে তাঁকে।
বিকাশের বিরুদ্ধে অভিযোগ, এয়ার ভিস্তারার দিল্লি থেকে মুম্বইমুখী বিমানের মধ্যে জায়রাকে নিগ্রহ করেন তিনি। তাঁর গায়ে আপত্তিকরভাবে হাত দেন।
বিমান থেকে নেমে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা বলে কান্নায় ভেঙে পড়েন জায়রা।
যদিও অভিযুক্তের স্ত্রীর দাবি, তাঁর স্বামী নন, গোটা ঘটনায় অপ্রাপ্তবয়স্ক জায়রাই আসল দোষী। এবিপি আনন্দকে তিনি বলেছেন, অভিনেত্রী শিরোনামে আসার জন্য তাঁর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। ঘুমন্ত অবস্থায় কোনও যাত্রীর পা যদি আর এক যাত্রীর গায়ে লাগে, তাকে কি শ্লীলতাহানি বলা যায়? তাঁর বক্তব্য, কাকা মারা যাওয়ায় দিল্লি গিয়েছিলেন বিকাশ, সব কাজকর্ম সেরে মুম্বই ফিরছিলেন। ক্লান্ত থাকায় উড়ানে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন, জায়রা শ্লীলতাহানির অভিযোগে হইচই করছেন। বিকাশ তাঁকে বলেছেন, ঘুমন্ত অবস্থায় তাঁর পা জায়রার হাতে লেগে যায়। সে জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।
গোটা ঘটনার নিয়ে এয়ার ভিস্তারা ডিজিসিএ-কে রিপোর্ট জমা দিয়েছে। জায়রা ওয়াসিমকে সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে তারা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement