ওয়াশিংটন: কমলা হ্যারিসকে হারিয়ে বুধবারই ফের মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পর তিনি যখন বিজয়ী ভাষণ দিচ্ছেন তখনকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিও-তে শ্রোতাদের মধ্যে কয়েকজনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিতে শোনা যাচ্ছে। ২১ সেকেন্ডের ওই ভিডিও একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। যার শিরোনামে লেখা হয়েছিল যে ট্রাম্পের দেশে মোদির প্রভাব কতটা।
ভিডিওটি খতিয়ে দেখার পর বুম লাইভের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণের সময় মোদির নামে স্লোগান দেওয়ার কোনও ঘটনাই ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন তখন শ্রোতাদের মধ্যে কয়েকজন ববি ববি বলে স্লোগান দিচ্ছিলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প তখন কথা বলছিলেন রবার্ট এফ কেনেডির নামে। যাকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর দেখা যায় যে ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকট্রোরল ভোট। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকট্রোরল ভোট।
ডোনাল্ড ট্রাম্প যে কেনেডি এফ জুনিয়রের কথা বলছিলেন তিনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জন এফ কেনেডির ভাইপো। যিনি এবার প্রথমে নির্দল প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দাঁড়িয়ে ছিলেন। পরে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ভোট প্রচারে নেমেছিলেন। তারপরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি যখন হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন তখন কেনেডি আমেরিকার স্বাস্থ্য ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বুম লাইভের তরফে ২১ সেকেন্ডের ওই ভিডিওটি ভালো করে পরীক্ষা করে দেখা হয় যে ট্রাম্প আসলে কেনেডির কথা বলছিলেন। আর শ্রোতারা কেনেডির ডাক নাম ববি ববি বলে চিৎকার করছিলেন। তাঁদের মধ্যে কেউই মোদির নামে কোনও স্লোগান দেননি। তাই ভাইরাল হওয়া ভিডিওটিতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এই ঘটনাটির সঙ্গে আসল বিষয়ের কোনও মিল নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kamala Harris: দোরগোড়া থেকে ফিরে আসতে হল, ট্রাম্পের সঙ্গে কেন পেরে উঠলেন না কমলা?