IRCTC: বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে ভারতীয় রেলওয়েতে তৎকাল টিকিট বুকিংয়ের সিস্টেমে আসছে বড় বদল এবং আগামী ১৫ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেখানে এই বিষয়ে রেলওয়ের (Fact Check) তরফে জানানো হয়েছে এমন কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই বার্তা আদ্যন্ত ভুয়ো।
সমাজমাধ্যমে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে এই স্পষ্টীকরণ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই সমস্ত পোস্টে দাবি করা হয়েছিল যে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় এসি এবং নন-এসি ক্লাসের পাশাপাশি এজেন্টদের জন্যও নাকি এই সময় পরিবর্তন করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে, 'সমাজমাধ্যম চ্যানেলে বেশ কিছু পোস্ট ঘুরছে এখন, যেখানে দাবি করা হচ্ছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে।'
আইআরসিটিসি আরও জানিয়েছে যে এমন কোনও রকম সময়ে বদল আনা হয়নি, এসি এবং নন-এসি ক্লাসের তৎকাল ও তৎকাল প্রিমিয়াম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে কোনও বদল আনা হয়নি। এজেন্টদের জন্য নির্ধারিত বুকিং টাইমিংয়েও কোনও বদল আনা হয়নি।'
এখন বুকিংয়ের কী সময় রয়েছে ?
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের নিয়ম অনুসারে, একটি তৎকাল ই-টিকিট একদিন আগেই নির্ধারিত ট্রেনের জন্য কাটা যাবে। ট্রেন যেখান থেকে ছাড়ছে সেই স্টেশন থেকে কাটা যাবে টিকিট তবে যাত্রার দিনে কাটা যাবে না এই তৎকাল টিকিট। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং করা যাবে সকাল ১০টা থেকে, নন-এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে সকাল ১১টা থেকে। তবে ফার্স্ট এসি ছাড়া অন্য সমস্ত ট্রেনের কামরার জন্য এই তৎকাল টিকিট কাটা যাবে।
যাত্রীদের কত টাকা অতিরিক্ত দিতে হয় এই টিকিটের জন্য
সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের চার্জ বেশি নেওয়া হয়। এই চার্জ সবসময় স্থির থাকে। আদপে সেকেন্ড ক্লাসের টিকিট মূল্যের ১০ শতাংশ অতিরিক্ত এবং অন্য সমস্ত ক্লাসের কামরার জন্য ৩০ শতাংশ চার্জ অতিরিক্ত নেওয়া হয়ে থাক যাত্রীদের জন্য।