এক্সপ্লোর
Advertisement
এই স্মার্টফোনগুলির দাম ১০ হাজার টাকার কম , একনজরে কিছু ফিচার
ভারতে মোবাইল ফোনে জিএসটি বাড়ার পর সমস্ত স্মার্টফোন কোম্পানিই তাদের মোবাইল ফোনের দাম বাড়িয়েছে। অর্থাত্, নতুন মোবাইল ফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি মূল্য দিতে হবে।
নয়াদিল্লি: ভারতে মোবাইল ফোনে জিএসটি বাড়ার পর সমস্ত স্মার্টফোন কোম্পানিই তাদের মোবাইল ফোনের দাম বাড়িয়েছে। অর্থাত্, নতুন মোবাইল ফোন কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি মূল্য দিতে হবে। এই পরিস্থিতিতে বাজেট মোবাইল কেউ কিনতে চাইলে, ১০ হাজার টাকার কম দামের এই স্মার্টফোনগুলির কথা ভাবতে পারেন। দেখে নেওয়া যাক, এই ফোনগুলির কিছু ফিচার।
Samsung Galaxy A10s
Galaxy A10s –এর 2GB+32GB ভ্যারিয়েন্টের দাম ৮৯৮০ টাকা।এতে রয়েছে ৬.২ ইঞ্চির HD+ ইনফিনিটি- V ডিসপ্লে। যা খুবই ভালো। এছাড়াও এই ফোন কাজ করে অক্টা-কোর প্রোসেসরে। Galaxy A10s অ্যান্ডয়েড ৯ পাই ভিত্তিক। এই ফোনের রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি 4,000mAh।
Tecno Spark Go Plus
১০ হাজার টাকার কম দামে Tecno-র Spark Go Plus স্মার্টফোন এখন অন্যতম পছন্দের ফোন। এই ফোনের দাম ৬,২৯৯ টাকা। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রোসেসর। যা এক কোয়াডকোর প্রোসেসর। এতে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে রয়েছে ২ জিবি র্যা ম ও ৩২ জিবি স্টোরেজ।
Redmi 8A
বাজেট সেগমেন্টে Redmi 8A খুব ভালো একটি স্মার্টফোন। এর ৩ জিবি র্যা ম ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 439 প্রোসেসর। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজোলিউশন 720×1520 পিক্সেল।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement