এক্সপ্লোর
আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ভরসা টি-৯০ যুদ্ধট্যাঙ্ক, লাগানো হচ্ছে আধুনিক মিসাইল সিস্টেম
1/5

চিনের দাবি, ডোকালাম তাদের ভূখণ্ডের অংশ। ভারতের পাল্টা দাবি, এই এলাকাটি ভূটানের। এর জেরে দুদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
2/5

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে চলা ডোকালাম সংঘাতকে মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে সেনা। গত দুমাস ধরে ভারত-চিন সীমান্তের সিকিম সেক্টরে ডোকালামে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। গত জুন মাসে, ডোকালামে চিন সড়ক নির্মাণ করতে গেলে তা রুখে দেয় ভারত।
Published at : 21 Aug 2017 11:26 PM (IST)
View More






















